প্রথম পরিকল্পনায় বৃহত্তর সােভিয়েত সহযােগিতা আসবে
নবনিযুক্ত সােভিয়েত রাষ্ট্রদূত মি. আঁদ্রে ফোমিন বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের কাছে তার পরিচিতি পত্র পেশ করেন। মি. ফোমিন উভয় দেশের সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ-আলােচনা করেন। বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরাে জোরদার করার জন্য নয়া রাষ্ট্রদূত তার আগ্রহের কথা প্রকাশ করেন। তারা তাদের উভয় দেশের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযােগিতার বিষয়ে সাধারণ পর্যালােচনা করেন। সােভিয়েত রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সর্বস্তরের সহযােগিতা আরাে জোরদার করা সম্পর্কিত তার সরকারের নীতির কথা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃহত্তর অর্থনৈতিক সহযােগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। সােভিয়েত রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার এ আলােচনা প্রায় ১ ঘণ্টাকাল স্থায়ী হয়।১৬
রেফারেন্স: ৪ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ