ফ্রান্স দেড় কোটি ফ্রাঙ্ক সাহায্য দিচ্ছে
প্যারিস। ফ্রান্স বাংলাদেশকে আরাে ১ কোটি ৫০ লাখ ফ্রাঙ্ক সাহায্য দিচ্ছে। গত ৩ মার্চ প্যারিসে এ মর্মে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আবুল ফাতেহ এবং ফরাসী বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক ডিরেক্টর ম সিয়ে দ্য মােরেল এ চুক্তিতে স্বাক্ষর দিয়েছে। ১৯৭২ সালে একশ রিনান্ট প্রাক কেনার জন্যে ফ্রান্স যে ৫০ লাখ ফ্রাঙ্কের মঞ্জুরি দিয়েছিল, বর্তমান ঋণ তার অতিরিক্ত। বাংলাদেশের স্বাধীনতার আগে ফরাসী ঋণে (১ কোটি ২০ লাখ ফ্রাঙ্ক) যে সমস্ত শিল্প কারখানা নির্মিত হচ্ছিল, তার নির্মাণ কাজ শেষ করার জন্য বর্তমান ঋণের অর্থ ব্যয় করা হবে।৮
রেফারেন্স: ২ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ