You dont have javascript enabled! Please enable it! 1973.04.01 | পি এন হাসার ঢাকায় এসেছেন | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

হাসার ঢাকায় এসেছেন

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাবেক মুখ্য সচিব পি এন হাসার দিল্লি থেকে বিমানযােগে রােববার সকালে ঢাকা এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে উপমহাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলােচনার উদ্দেশ্যে শ্রী হাকসার এখানে এসেছেন। বিমান বন্দরে এনা প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে শ্রী হাকসার জানান যে, সাধারণ নির্বাচনে পুনঃনির্বাচিত নেতৃবৃন্দের সাথে আলােচনা করার জন্য শ্রীমতী গান্ধী তাকে পাঠিয়েছেন। এক প্রশ্নের উত্তরে শ্রী হাকসার জানান, আমাদের উভয় দেশের মধ্যে আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান, আমরা বিবিধ বিষয় নিয়ে আলােচনা করব। ঢাকায় দুদিন অবস্থানকালে শ্রী হাকসার পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সাথেও আলােচনায় বসবেন।৩

রেফারেন্স: ১ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ