You dont have javascript enabled! Please enable it! 1973.04.01 | আওয়ামী যুবলীগের বৈঠকে দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে সমাজবিরােধী উচ্ছেদ অভিযান চালানাের সিদ্ধান্ত | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

আওয়ামী যুবলীগের বৈঠকে দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে সমাজবিরােধী উচ্ছেদ অভিযান চালানাের সিদ্ধান্ত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম ও সেক্রেটারিয়েট -এর এক যুক্ত বৈঠকে দুর্নীতি ও সামাজিক অপরাধসমূহের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত ৩০ ও ৩১ মার্চ অনুষ্ঠিত এই বৈঠকে সমাজবিরােধী লােক ও দেশপ্রেমহীন শক্তিসমূহের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে দেশপ্রেমিক রাজনৈতিক দলসমূহের যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানাে হয়। জীবনের মৌল প্রয়ােজনীয়তার নিশ্চয়তা বিধান করার লক্ষ্যে জাতীয় জীবনের সকল পর্যায়ে দুর্বার গণআন্দোলন শুরু করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে বাংলাদেশ কৃষক। লীগ, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য সকল দেশপ্রেমিক শক্তিসমূহকে সগ্রামী কর্মসূচিতে এজন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানাে হয়েছে। তিনটি অধিবেশনে বিভক্ত এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ প্রধান শেখ ফজলুল হক মণি।৪

রেফারেন্স: ১ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ