You dont have javascript enabled! Please enable it! 1973.03.31 | উন্নয়নের ক্ষেত্রে কৃষিখাতের উপর জোর দেয়া হবে- তাজউদ্দীন আহমদ | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

উন্নয়নের ক্ষেত্রে কৃষিখাতের উপর জোর দেয়া হবে- তাজউদ্দীন আহমদ

খাদ্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন শুধু নয়, নিয়ােগের সুযােগ, সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির উদ্দেশ্যে উন্নয়ন প্রয়াসের মুখ্য লক্ষ্য নিবন্ধন করা হবে কৃষিখাতের উপর। ঢাকায় শনিবার সকালে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য উদার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানান।
ঢাকার একটি হােটেলে আয়ােজিত এই সম্মেলনে বাংলাদেশকে সাহায্যদাতা ১৯টি দেশ ও ৬টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা অংশ নিয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রেক্ষিতে আগামী অর্থ বছরের চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের উন্নয়নের চাহিদা ও সম্ভাবনা পর্যালােচনার জন্যে এ সম্মেলন আয়ােজিত হয়েছে। অংশগ্রহণকারীরা এ সকল উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির জন্য সাহায্য ও ঋণের ব্যাপারে তাদের অঙ্গীকারের আভাস দিতে পারেন। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নূরুল ইসলাম অধিবেশনে সভাপতিত্ব করেন। সম্মেলনে বক্তৃতাকালে জনাব তাজউদ্দীন বলেন যে, যথাসময়ে বাংলাদেশ পার্লামেন্টারি গণতন্ত্রের কাঠামােধীনে একটি স্বনির্ভর, প্রগতিশীল ও গতিশীল সমাজ গড়ে তুলতে সমর্থ হবে, যেখানে মৌলিক অধিকার হিসেবে জনগণের স্বাধীনতা বজায় থাকবে। অর্থমন্ত্রী বলেন, সকল নাগরিককে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ মৌল প্রয়ােজন পূরণের ন্যূনতম সংস্থান দিয়ে সমাজ থেকে দারিদ্র্য দূর করাই উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য। ড. নূরুল ইসলাম প্রথম পরিকল্পনাকালের সাহায্য ঋণের সম্ভাব্য চাহিদা সম্পর্কে বক্তৃতা করেন। অধিবেশনে বাংলাদেশের পরিকল্পনা সমস্যা নিয়ে আলােচনা করেছেন। সম্মেলনে যােগদানকারী প্রতিনিধির সংখ্যা ১ শতেরও বেশি।১১৮

রেফারেন্স: ৩১ মার্চ ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!