You dont have javascript enabled! Please enable it!

যুদ্ধবন্দি প্রশ্নে ভারত বাংলাদেশকে বাদ দিয়ে কিছু করতে পারে না

নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী দুই মাস পূর্বে আল আহরাম এর সাথে এক সাক্ষাৎকারকালে বলেন যে, পাকিস্তানি যুদ্ধবন্দি সমস্যা ‘ভারত ও পাকিস্তানের মধ্যেকার ব্যাপারে নয়, বাংলাদেশ এতে জড়িত রয়েছে। বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ এবং মতৈক্য ছাড়া কোনাে কিছু করতে পারে না। মিসেস গান্ধী আল আহরামের সম্পাদক জনাব মােহাম্মদ হাসনেইন হেকলের কাছে একথা বলেন। জনাব হেকল গত ৩০ জানুয়ারি নয়াদিল্লিতে তার সাথে দেখা করেন। সে সময় এ সাক্ষকারটি গৃহীত হয়। জনাব হেকলের এই সাক্ষাৎকারটি আজ আল আহরামে প্রকাশিত হয়েছে। দিল্লিতে সরকারি সূত্রে বলা হয় যে, জনাব হেকলের সাক্ষাৎকার এবং মিসেস গান্ধীর সাথে। তার আলােচনা প্রাথমিকভাবে ভারতের সাথে আরাে দেশগুলাের সম্পর্ক নিয়েই চলে। এবং এই ১ ঘণ্টা স্থায়ী আলােচনাকালে খুব বেশি হলে দুই মিনিটকাল সময় উপমহাদেশের উপর মতবিনিময় করা হয়। পাকিস্তান-ভারত সমস্যা সম্পর্কে মিসেস গান্ধী উল্লেখ করেন যে, ভারত যেভাবে বিজয় লাভ করে একতরফা ভাবে যুদ্ধবিরতি ঘােষণা এবং কোনােরূপ অবমাননা করা ছাড়া সমমর্যাদার ভিত্তিতে অন্যাদেশের সাথে আলােচনা করেছেন এরূপ নজির ইতিহাসে আর নাই। মিসেস গান্ধী প্রসঙ্গত বলেন, ভারত ইচ্ছা করলে পারমাণবিক শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, যদি আমাদের বাধ্য করা হয় তবে আমরা হয়তাে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে বলতে গিয়ে মিসেস গান্ধী বলেন, এটা একটি বলিষ্ঠ ও সঠিক নীতি। তিনি জোট নিরপেক্ষ গ্রুপের দেশগুলােকে তৎপর হতে বলেন। এ ব্যাপারে দায়িত্ব ভারতের একার নয়। মিসর ও যুগােস্লাভিয়ারও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।১১৬

রেফারেন্স: ৩০ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!