You dont have javascript enabled! Please enable it! 1973.03.29 | পাকিস্তান উত্তেজনা জিয়ে রাখছে- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পাকিস্তান উত্তেজনা জিয়ে রাখছে- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, পাকিস্তান বাস্তবতাকে স্বীকার এবং আটক বাঙালিদের ফেরত দিলে বাংলাদেশ উপমহাদেশে শান্তি স্থাপনে প্রচেষ্টায় সহযােগিতা করবে। ঢাকায় ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণদানকালে তিনি আরাে ঘােষণা করেন যে, বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠা, দারিদ্র দূরীকরণ এবং এই এলাকায় মানুষে মানুষে অবিচার অবসানে সাধারণ আদর্শ বাস্তবায়নের জন্য বন্ধু রাষ্ট্র ভারতের সাথে এক যােগে সংগ্রাম চালিয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়ােজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দান করেন, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব জহুর আহমদ চৌধুরী, আইন ও পার্লামেন্ট দপ্তরের মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর প্রমুখ। সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, পাকিস্তান বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার এবং সাম্রাজ্যবাদীদের কাছ থেকে অস্ত্রশস্ত্র লাভ করে বর্তমান উত্তেজনাকে জিইয়ে রাখছে। সৈয়দ নজরুল প্রসঙ্গত আরাে বলেন যে, ভারতের সাহায্যের জন্য মাত্র ৯ মাসের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। অন্যথায় এটা সম্ভব হতাে না। মাতৃভূমির মুক্তির জন্য বাংলাদেশের তরুণেরা ত্যাগের যে উন্নত মনােভাব প্রদর্শন করেছে তার প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।১১৩

রেফারেন্স: ২৯ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ