You dont have javascript enabled! Please enable it! 1973.03.27 | যুগােশ্লাভিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে যাবে- ডিজমেল বিজিডেক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

যুগােশ্লাভিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে যাবে- ডিজমেল বিজিডেক

আন্তর্জাতিক ক্ষেত্রে যুগােস্লাভিয়া বন্ধু বাংলাদেশকে সমর্থন করে যাবে বলে নিশ্চয়তা দান করে বাংলাদেশ সফররত যুগােস্লাভ প্রধানমন্ত্রী মি. ডিজমেল বিজিডেক বলেন যে, বাংলাদেশ স্বাধীন ও জোট বহির্ভূত হওয়ায় উপমহাদেশের পরিস্থিতি দূরীকরণ তথা বিশ্ব শান্তি রক্ষায় তার যথেষ্ট অবদান রয়েছে বলে সকলের দৃঢ় প্রত্যয় জন্মেছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক তাঁর সম্মানার্থে আয়ােজিত এক ভােজ সভায় বক্তৃতা প্রসঙ্গে যুগােস্লাভ প্রধানমন্ত্রী উপরােক্ত মত প্রকাশ করেন। তিনি বলেন যে, জাতিসংঘের সদস্যপদ লাভেও জোটনিরপেক্ষ দেশগুলাের সর্বপ্রকার তৎপরতা ও বৈঠকে অংশগ্রহণের ব্যাপারে সাহায্য করে যাবে। বাংলাদেশ ও যুগােস্লাভিয়ার মধ্যকার বর্তমান সৌহার্দ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সফর ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলােচনা উভয় দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযােগিতা আরাে ব্যাপক হবে বলে তার বিশ্বাস। চাটগাঁওয়ে যুগােস্লাভ প্রধানমন্ত্রী ২৬ মার্চ গত সােমবার ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলােচনা প্রসঙ্গে যুগােস্লাভ প্রধানমন্ত্রী বলেন যে, আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থন ছাড়াও যুগােস্লাভিয়া পাকিস্তানে আটক বাঙালিদের মুক্তিসহ বাংলাদেশের জনগণের সর্বপ্রকার বৈধ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে যাবে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উৎসবে যােগদান করতে পারায় আনন্দ প্রকাশ করে যুগােশ্লাভ প্রধানমন্ত্রী বলেন যে, তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও কৃষি উন্নয়নের সাফল্য কামনা করেন। পূর্বাহ্নে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনসহ মি. বিজিডেক চট্টগ্রাম বিমানবন্দরে পৌছালে নবনির্বাচিত পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পদস্থ সরকারি কর্মচারী সহ এক বিরাট জনতা তাদেরকে সম্বর্ধনা জানায়।১০৫

রেফারেন্স: ২৭ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ