You dont have javascript enabled! Please enable it! 1973.03.18 | শান্তি ও সমৃদ্ধির স্বার্থে অস্ত্রের খেলা বন্ধ কর- বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

শান্তি ও সমৃদ্ধির স্বার্থে অস্ত্রের খেলা বন্ধ কর- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবিবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন যে, বাংলাদেশ বিশ্ব শান্তিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ সহ-অবস্থান নীতিতে বাংলাদেশ আস্থাশীল এবং স্বাধীন ও জোটনিরপেক্ষ পররাষ্ট্র নীতি অব্যাহত রাখবে। নির্বাচনােত্তর প্রধানমন্ত্রী সর্বপ্রথম জনসভায় গতকাল বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে আরও বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি কামনা করে এবং এই উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি চায়। বঙ্গবন্ধু দ্ব্যর্থহীন কণ্ঠে আরও ঘােষণা করেন যে, বাংলাদেশের জনগণ বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করে।
অস্ত্রের খেলা বন্ধ করুন : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহৎ শক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা অস্ত্রের খেলা বন্ধ করুন। অস্ত্র ব্যবসা ও অস্ত্র কারখানা সম্প্রসারণ বন্ধ করুন। তিনি বলেন, অস্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। অস্ত্র নির্মাণ ও অস্ত্রের ঝনঝনানিতে অর্থ ব্যয় না করে মানবতা তথা বিশ্বের নির্যাতিত মানুষের কল্যাণে তা ব্যয় করার জন্যে বঙ্গবন্ধু বৃহৎ শক্তিবর্গের প্রতি উপদেশ দেন। তিনি বলেন, যুদ্ধ মানুষের দুঃখ দুর্দশা বাড়ায়, শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।৭০

রেফারেন্স: ১৮ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ