নির্বাচনের রায়ই বঙ্গবন্ধুর জনপ্রিয়তার প্রমাণ
শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া দফতরের মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে দিনাজপুর জেলা সমিতির উদ্যোগে আহূত এক সম্বর্ধনা অনুষ্ঠানে বলেন যে, সাম্প্রতিক সাধারণ নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে তার দ্বারা প্রমাণিত হয়েছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের উপর তাদের প্রগাঢ় আস্থা রয়েছে। মন্ত্রী মহােদয় বলেন, নির্বাচনে বিরাট জয়ে আমাদের খুব উল্লসিত হওয়ার কিছু নেই। এ বিজয় বরঞ্চ আমাদেরকে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির প্রতি এবং দেশবাসীর প্রতি আমাদের দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। অধ্যাপক ইউসুফ আলী বলেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলাের মধ্যে বাংলাদেশ তৃতীয় এবং সাম্প্রতিক পরিসংখ্যানে জানা গেছে যে এর নাগরিকদের মাথাপিছু আয় ১১০ টাকা। তিনি বলেন যে, খাদ্য ঘাটতি ছাড়াও দেশের সমস্যা বহু এবং সেগুলাে সমাধানের সহায়তার জন্য তিনি জনগণকে সমন্বিত প্রয়াস পাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণ যদি অধীর হয়ে পড়ে তাহলে সরকার ১৫ মাসে যা করেছে তাও করা সম্ভব হত না। পাঁচসালা পরিকল্পনার উল্লেখ করে তিনি বলেন যে, ঠিকমত যদি একে বাস্তবায়িত করা যায় তাহলে দেশ সত্যি সােনার বাংলায় পরিণত হবে।৭৬
রেফারেন্স: ১৯ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ