You dont have javascript enabled! Please enable it! 1973.03.18 | উপমহাদেশের বাস্তবতা মেনে নিন, ভুট্টোর প্রতি বঙ্গবন্ধুর উপদেশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

উপমহাদেশের বাস্তবতা মেনে নিন, ভুট্টোর প্রতি বঙ্গবন্ধুর উপদেশ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবিবার সােহরাওয়ার্দী উদ্যানে জনসভায় জনাব ভুট্টোকে এই উপমহাদেশের বাস্তবতা মেনে নিতে উপদেশ দিয়েছেন। তিনি বলেন, ভুট্টো উপমহাদেশের বাস্তবতা না মেনে নিয়ে নিজের বিপদ ডেকে আনছে। ভাষণে বঙ্গবন্ধু পুনরায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘােষণা করেন যে, বাংলাদেশের মাটিতেই যুদ্ধবন্দিদের বিচার হবে। তিনি জনাব ভুট্টোকে পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফিরিয়ে দিয়ে আড়াই লাখ অবাঙালিদের ফিরিয়ে নিতে আহ্বান জানান। তিনি আরও বলেন, যেসব অবাঙালি বাংলাদেশে থাকতে চাইছেন, তারা বাংলাদেশের নাগরিকদের মতাে সমান অধিকারই ভােগ করতে পারবেন। বঙ্গবন্ধু বলেন, পাকিস্তানে অসন্তোষ দানা বেঁধে উঠেছে। বেলুচ পাঠান এবং সিন্ধীরা তাদের অধিকার আদায়ের সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। এসবের প্রেক্ষিতে পরিস্থিতি আর জটিল না করে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্যে বাস্তবতা স্বীকার করে নিতে তিনি জনাব ভুট্টোর প্রতি আহ্বান জানান।৭১

রেফারেন্স: ১৮ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ