You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের নির্বাচন সম্পর্কে জাপানী পত্রিকা

বাংলাদেশের নির্বাচনের ফলাফল শিশু রাষ্ট্রে আগামী পাঁচ বছরের জন্য শেখ মুজিবের নেতৃত্ব বহাল রাখার নিশ্চয়তা দান করেছে বলে ‘জাপান টাইম’ পত্রিকায় উল্লেখ করা হয়। সম্প্রতি পত্রিকাটির একটি সম্পাদকীয় প্রবন্ধে বলা হয় যে, সাধারণ নির্বাচন অনুষ্ঠান করে প্রধানমন্ত্রী গণতন্ত্র ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের গণতান্ত্রিক পদ্ধতির প্রতি বাংলাদেশের সিদ্ধান্ত প্রমাণ করেন। জনমত তার সরকার ও স্বাধীন বাংলাদেশকে কতটুকু সমর্থন করেছে প্রধানমন্ত্রী তা দেখতে সক্ষম হন। এই নির্বাচনে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনের মত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পত্রিকাটিতে আরও বলা হয়, “জাতি গঠনের এই প্রাথমিক পর্যায়ে জাতীয় ঐক্য প্রদর্শন স্বাভাবিকভাবে বাংলাদেশের নিকট গুরুত্বপূর্ণ। এর ফলে পাকিস্তান বাংলাদেশকে শীঘ্রই স্বীকৃতি দান করতে পারে। নতুন রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনে বিশেষ আগ্রহশীল, এই বিষয়ে কোন সন্দেহ নেই। বহু গুরুতর সমস্যা সত্ত্বেও নতুন জাতি এগিয়ে যাচ্ছে। যারা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, দেশে বিশৃঙ্খলা ও দুর্ভিক্ষ দেখা দেবে, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। একটি নতুন গণতান্ত্রিক, শাসনতন্ত্র অনুযায়ী শেখ মুজিবের সরকার স্থিতিশীলতা লাভ করেছে। এজন্য বেশির ভাগ কৃতিত্বের অধিকারী হচ্ছেন প্রধানমন্ত্রী। দক্ষ সহকর্মীর অভাব সত্ত্বেও তিনি সুদক্ষ শাসক হিসাবে স্বীয় যােগ্যতা প্রমাণ করেছেন। তাঁকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বােঝা বহন করতে হবে। কিন্তু জনসাধারণের চারিত্রিক দৃঢ়তা ও ধৈর্যের প্রশংসা করতে হয়। উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশে সুষ্ঠুভাবে ত্রাণ কার্য চলছে। এটা সত্যি যে যুদ্ধ বিধ্বস্ত একটি জাতির পুনর্গঠন ও তার অর্থনীতির পুনরুজ্জীবনে বাংলাদেশের দীর্ঘদিন সময় লাগবে। বর্তমানে বেকারত্ব, অপুষ্টি ও অত্যধিক দ্রব্যমূল্য হচ্ছে প্রধান সমস্যা। প্রধানমন্ত্রীকে শীঘ্রই এইসব সমস্যার মােকাবেলা করতে হবে। জনসাধারণের কাছ থেকে বিপুল আস্থা ভােট লাভ করায় তিনি ঐ সব সমস্যা সমাধানের নতুন শক্তি লাভ করবেন।৬৮

রেফারেন্স: ১৭ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!