You dont have javascript enabled! Please enable it!

মন্ত্রীদের দফতর পুনর্বণ্টন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুক্রবার তার মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে দফতর বণ্টন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটা হচ্ছে তৃতীয় সরকার। আর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা চতুর্থ সরকার। ড. কামাল হােসেন পররাষ্ট্র দফতর ও জনাব শেখ আবদুল আজিজ তথ্য ও বেতার দফতরের দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা, পরিকল্পনা, ক্যাবিনেট ডিভিশন এবং এস্টাব্লিশমেন্ট ডিভিশন। জনাব সৈয়দ নজরুল ইসলাম (শিল্প, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জুট মিলস কর্পোরেশন), জনাব তাজউদ্দীন আহমদ অর্থ এবং পাট (সমস্ত পাট সংস্থাগুলােসহ), জনাব এম, মনসুর আলী (যােগাযােগ দফতর সড়ক, সড়ক যানবাহন, রেলওয়ে ও পোের্ট), খন্দকার মােশতাক আহমদ বন্যা নিয়ন্ত্রণ, পানি ও বিদ্যুৎ দফতর, জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান (বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য), জনাব মাে. আবদুস সামাদ কৃষি, শেখ আবদুল আজিজ তথ্য ও বেতার দফতর, অধ্যাপক ইউসুফ আলী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, জনাব জহুর আহমদ চৌধুরী শ্রম ও সমাজ কল্যাণ, শ্ৰী ফণী ভূষণ মজুমদার খাদ্য ও বেসামরিক সরবরাহ দফতর, ড. কামাল হােসেন পররাষ্ট্র দফতর, জনাব আবদুল মালেক উকিল স্বরাষ্ট্র দফতর, জনাব মতিউর রহমান সমবায় পল্লী উন্নয়ন ও স্থানীয় স্বায়ত্তশাসন দফতর, জনাব মাে. সােহরাব হােসেন পূর্ত, গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন দফতর, জনাব মিজানুর রহমান চৌধুরী সাহায্য ও পুনর্বাসন দফতর, জনাব আবদুল মান্নান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতর, জনাব আবদুর রব সেরনিয়াবত ভূমি প্রশাসন, ভূমি সংস্কার, ভূমি রাজস্ব, বন, মৎস্য ও পশু পালন দফতর, জেনারেল এম. এ. জি. ওসমানী জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন, বেসামরিক বিমান চলাচল, এবং ডাক তার ও টেলিফোন দফতর, ড. মফিজ চৌধুরী বিজ্ঞান কারিগরি ও আণবিক শক্তি দফতর এবং শ্রী মনােরঞ্জন ধর আইন ও পরিষদবিষয়ক দফতর।৬৩

রেফারেন্স: ১৬ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!