প্রথম সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে
টাঙ্গাইল। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মান্নান বলেন, শান্তি ও নিরাপত্তা বজায় রেখে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান সরকারের দায়িত্ব ছিল এবং সরকার তা সমাধান করতে পেরে আজ গর্বিত। জনাব মান্নান গতকাল এখান থেকে ৬ মাইল দূরে খােলেতিনে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ভাষণদানকালে জনাব মান্নান কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে যে অভিযােগ করেছে, তা অস্বীকার করেন। অত্যন্ত সফলতার সাথে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী পরাজিত নেতৃবৃন্দকে ঘােলা পানিতে মাছ ধরার চেষ্টা না করে ভালােবাসার উপদেশ দেন এবং ৫ বছর পর পরবর্তী নির্বাচনে নিজেদের ভাগ্য পরিবর্তনের কথা বলেন। জনাব মান্নান আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদার কথা উল্লেখ করে বলেন, সেদিন বেশি দূরে না, যে দিন এইগুলাে বাস্তবায়নের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত দেশ সােনার বাংলায় পরিণত হবে। নির্বাচনে পরাজিত নেতৃবৃন্দ পরাজয়ের পর থেকে দেশে গােলযােগ ও বিভ্রান্তির চেষ্টা করছে এবং তা থেকে সতর্ক থাকার জন্য জনাব মান্নান জনগণের প্রতি আহ্বান জানান।৫৩
রেফারেন্স: ১৩ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ