সমাজতন্ত্র কায়েমের জন্যে সুশৃঙ্খল আদর্শবাদী কর্মী সৃষ্টি করতে হবে
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক শুদ্ধি অভিযানের আগে নিজেদের শুদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরােপ করে বলেন যে, সমাজতন্ত্র কায়েম করতে হলে সুশৃঙ্খল আদর্শবাদী কর্মী প্রয়ােজন। রবিবার তিনি বায়তুল মােকাররমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়ােজিত গণসমাবেশে বক্তৃতা করছিলেন। জনাব রাজ্জাক বলেন, মুজিববাদের মাধ্যমে শােষণহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলার মানুষ ম্যান্ডেট দিয়েছে। তিনি বলেন, বাংলার মানুষ এদেশে বিদেশি ‘ইজম’ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, মুজিববাদই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করবে। গড়ে তুলবে সত্যিকার সােনার বাংলা। জনাব রাজ্জাক বলেন, মুজিববাদে গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির নিশানা রয়েছে। এই নতুন আদর্শ বাংলার বুকে নতুন। সমাজ গড়ে তুলবে। তিনি বলেন, মজুতদার, চোরাচালানী, মুনাফাখাের, পারমিট শিকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
আমিও শুদ্ধ হতে চাই : জনাব রাজ্জাক বলেন, আমিও শুদ্ধ হতে চাই। নিজেরা আগে শুদ্ধ হয়েই অন্যদের ওপর শুদ্ধি অভিযান পরিচালনা করব। স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে এবার মুক্তি সংগ্রাম এখন শুরু হবে। সুখী ও শােষণহীন সমাজ কায়েম করার জন্য আমরা প্রতিটি মানুষ মুজিববাদী সমাজ গঠন করতে চাই বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকরাজ শ্রমিকরাজ কায়েমই আমাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, কতিপয় দেশীয় প্রতিক্রিয়াশীল বিদেশি চক্র সাম্রাজ্যবাদী শক্তির ছত্রছায়ায় সরকারের সমাজতান্ত্রিক কর্মসূচি বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি বিদেশি শক্তির দালালদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানাের আহ্বান জানান।৪৩
রেফারেন্স: ১১ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ