দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতেই হবে- জাতীয় সংসদ সদস্যদের প্রতি বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদ সদস্যদের ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি দেশের বর্তমান দারিদ্র্য ক্ষুধা ও ব্যাধির বিরুদ্ধে সংগ্রাম করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে তাদের সর্বশক্তি নিয়ােগের আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে অবশ্যই পৌছিয়ে দিতে হবে। সকালে আওয়ামী লীগ সংসদীয় দলের নির্বাচনােত্তর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে সভাপতির ভাষণ দিচ্ছিলেন। তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে, জাতি তাদের উপর সার্বিক আস্থা ন্যস্ত করেছে এবং এই গুরুদায়িত্ব পালনের জন্য বর্তমান অবস্থার প্রেক্ষিতে অবশ্যই কর্তব্য সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী সংসদীয় দলের নবনির্বাচিত সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতি আশা ও আকাক্ষা নিয়ে তাদের পানে চেয়ে আছে। তিনি বলেন, জাতি আমাদের উপর যে আস্থা ন্যস্ত করেছে আমরা তাদের সেই আশানুরূপ আকাক্সক্ষা পূরণে সমর্থ। এটা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। জাতির কাছ থেকে নতুন করে ম্যান্ডেট পাওয়ায় তাদের এটা অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে, দলের মেনিফেষ্টো মােতাবেক প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে তারা সর্বশক্তি নিয়ােগ করবেন। জাতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের সেবার উদ্দেশ্যে তিনি তাদের ক্ষুদ্ৰব্যক্তি স্বার্থ ভুলে যাওয়ার আহ্বান জানান।৪৬
রেফারেন্স: ১২ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ