বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ নতুন মন্ত্রি সভার শপথ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রি সভা আজ শুক্রবার অপরাহ্ন সাড়ে ৩ টায় গণভবনে শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীবৃন্দকে শপথ গ্রহণ করাবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে, এটি স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদের তৃতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান। ১৯৭২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব নগরে গঠিত অস্থায়ী বিপ্লবী সরকারকে বাতিল করে নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। ৭১এর ১৭ই এপ্রিল মুজিব নগরে গঠিত মন্ত্রিসভার প্রধান ছিলেন জনাব তাজউদ্দীন আহমদ।
দুটি নতুন মন্ত্রণালয় : পাটশিল্প এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক এই দুটি নতুন মন্ত্রণালয়ের জন্য কোন মন্ত্রীকে দায়িত্ব দেয়া হবে তা এখনও জানা যায়নি। নবগঠিত এই মন্ত্রণালয় দুটি দেশবাসীর কাছে বিশেষ আকর্ষণ হিসাবে বিবেচিত হবে।৬১
রেফারেন্স: ১৫ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ