You dont have javascript enabled! Please enable it!

মাে-ন্যাপ গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যাবে

ন্যাশনাল আওয়ামী পার্টি দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অব্যাহত গতিতে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করে। মাে. ন্যাপের প্রধান অধ্যাপক মােজাফফর আহমদের সভাপতিত্বে মঙ্গলবার ঢাকায় পার্টির জাতীয় কার্যনির্বাহী পরিষদের দুটো অধিবেশনে উপরােক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে মাে ন্যাপের কর্মীদের হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় কয়েক জন সদস্য কোন কোন শক্তি দেশে তাদের নিজেদের পছন্দমতাে এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র চাপিয়ে দেওয়ার প্রায়স পাচ্ছে বলে অভিযােগ করেন এবং দেশবাসীকে এ চেষ্টা রােধের জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলতাফ হােসেন, পীর হাবিবুর রহমান, চৌধুরী হারুনুর রশিদ, জেনারেল সেক্রেটারি মি. পঙ্কজ ভট্টাচার্য, সাংগঠনিক সেক্রেটারি বেগম মতিয়া চৌধুরী, জনাব জাকির আহমদ এবং অন্যান্যরা যােগদান করেন। পার্টির প্রেসিডেন্ট অধ্যাপক মােজাফফর আহমদ ৩১ মার্চ ৯৫ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী পরিষদের এক বর্ধিক সভা আহ্বান করেছেন এবং সকল সদস্যকে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে তাতে উপস্থিত থাকার অনুরােধ জানান।৫৫

রেফারেন্স: ১৪ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!