You dont have javascript enabled! Please enable it! 1973.03.09 | বঙ্গবন্ধুর বিজয়ে ভুট্টোর এখন টনক নড়ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর বিজয়ে ভুট্টোর এখন টনক নড়ছে

রাওয়ালপিন্ডি। পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের নির্বাচন সমাপ্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারকে স্বীকৃতি দানের ব্যাপারে তার দেশের জনগণের সমর্থন লাভের জন্য পুনরায় অভিযান চালানাের কথা চিন্তা ভাবনা করেছেন। আজ নির্ভরযােগ্য সরকারি মহল হতে একথা জানা গেছে। উক্ত সূত্রে প্রকাশ, বঙ্গবন্ধুর বিপুল বিজয় বাংলাদেশের স্বীকৃতি বিরােধী শক্তিসমূহকে এটাই বুঝিয়ে দেবে যে, বাংলাদেশ কোনােদিন পাকিস্তানে ফিরে আসবে না। সরকারি মহল এই মর্মে আশা প্রকাশ করেন যে, নির্বাচনের ফলাফল বাংলাদেশের মন্ত্রীকে ভারতের বন্দি শিবিরে আটক বিশ হাজারেরও বেশি বেসরকারি এবং পুলিশের লোেকদের মুক্তি দানের ব্যাপারে সাহায্য করবে। জনৈক পদস্থ সরকারি কর্মচারী বলেন যে, উল্লেখিত ব্যক্তিদের মুক্তির পরও ভারতে বন্দি ৭০ সেনাবাহিনীর লোেকদের সম্পর্কে দুশ্চিন্তায় থাকতে হবে। নির্বাচন সম্পর্কে সরকার কোন মন্তব্য করেননি। তবে সরকার নিয়ন্ত্রিত বেতারে একটি পর্যালােচনায় বলা হয়, নির্বাচন ফলাফল নিশ্চিত করে দিয়েছে যে, বাংলাদেশ তার নিজের পথ ধরেই চলবে।৩৬

রেফারেন্স: ৯ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ