You dont have javascript enabled! Please enable it!

নির্বাচনে আওয়ামী লীগ ২৯১টি আসনে বিজয়ী

নতুন সংবিধান মােতাবেক দেশে প্রথম সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আরেক বারের মতাে মুজিববাদের পক্ষে তাদের ম্যান্ডেট দান করেছেন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল জাতীয় সংসদের মােট ৩০০টি আসনের মধ্যে ২৯১টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এ ২৯১ টি আসনের মধ্যে ১১টি আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান ইতােপূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। সিলেট-১ নির্বাচনী এলাকায় গােলযােগ হওয়ার ফলে এই আসনের ফলাফল এখনাে ঘােষিত হয় নাই বলে পত্রিকান্তরে প্রাপ্ত খবরে জানা গেছে। পাবনা-১২ এলাকায় আওয়ামী লীগ মনােনীত প্রার্থী জনাব আবদুর রব (বগা মিয়ার) আকস্মিক মৃত্যুর ফলে এ আসনে নির্বাচন মূলতবী রাখা হয়েছে। আগামী ৪ এপ্রিল এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরােধী দল আটটি আসন পেয়েছে নির্বাচনে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি জনাব আতাউর রহমান খানসহ সর্বমােট সাতজন প্রার্থী জয়লাভ করার গৌরব অর্জন করেছেন। বিরােধী দল থেকে নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের জনাব আবদুস সাত্তার (জাসদ), চট্টগ্রামের মােশতাক আহমদ চৌধুরী (মাে. ন্যাপ), ফরিদপুরের সৈয়দ কামরুল ইসলাম, মােহাম্মদ সালাউদ্দিন (স্বতন্ত্র), কুমিল্লার জনাব আবদুল্লাহ সরকার (স্বতন্ত্র), কুমিল্লার জনাব আলী আশরাফ (স্বতন্ত্র) ও পার্বত্য চট্টগ্রামে শ্রী মানবেন্দ্র লারমা (স্বতন্ত্র)। নির্বাচনে চূড়ান্ত ফলাফল একথাই সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, দেশের সাড়ে সাত কোটি মানুষ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য নিরলস সংগ্রামের নতুন প্রতিজ্ঞা গ্রহণ করেছে। বাংলার মানুষ আজ রাষ্ট্রীয় চার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত সােনার বাংলাকে নতুন করে গড়ে তােলার প্রতিজ্ঞায় উদ্বেল।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার দুটি আসন থেকে রেকর্ড সংখ্যক ভােট লাভ করে বিজয় লাভ করেছে। ইতােপূর্বে তিনি ফরিদপুর ও বাখেরগঞ্জের দুটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।
মন্ত্রিসভার ২২ জন সদস্য নির্বাচিত : নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রিসভার ২২ জন সদস্যই জয় লাভ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব কামারুজ্জামান উভয়েই দুটি করে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয় লাভ করেছেন। কেবল মাত্র তার ও টেলিযােগাযােগ মন্ত্রী মােল্লা জালাল উদ্দিন শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেননি।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিচে দেওয়া হলাে :
ফরিদপুর : ফরিদপুর- ১ ড: এ মালেক আওয়ামী লীগ (নির্বাচিত)। ফরিদপুর-২ খন্দকার নুরুল ইসলাম- আওয়ামী লীগ (নির্বাচিত), ফরিদপুর- ৩ সৈয়দ কামরুল ইসলাম মাে. সালাউদ্দিন(স্বতন্ত্র) ৩৯,৫২৪ (নির্বাচিত)। গৌরচন্দ্র বালা- আওয়ামী লীগ ৩৭,৬৭৬। নুরুল ইসলাম জাসদ ২,১৪৩। ফরিদপুর-৪ দেলােয়ার হােসেন আওয়ামী লীগ ৭১৬৭৪ (নির্বাচিত)। মিয়া সিদ্দিকুর রহমান ভা, ন্যাপ ৩৩৮৫। ফরিদপুর-৫ ইমাম উদ্দিন আহমদ, আওয়ামী লীগ, ৪৫,৭৮০। (নির্বাচিত)। এম, এ মনােয়ার হােসেন, মাে ন্যাপ, ৫১১৯। মনিরুদ্দিন মােল্লা, ভা ন্যাপ, ১৪৯০। মােহাম্মদ খােরশেদ জাসদ, ১১১৯৩। ফরিদপুর-৬ জনাব আবুল সালাম মিয়া, আওয়ামী লীগ (নির্বাচিত)। ফরিদপুর-৭ জনাব কে এম ওবায়দুর রহমান, আওয়ামী লীগ (নির্বাচিত)। ফরিদপুরশামসুদ্দীন মােল্লা, আওয়ামী লীগ, ৫৫,১৭০(নির্বাচিত)। কাজী রােকন উদ্দিন আহমদ, বিজিএল, ১৫০৭। আজিজুল হক চৌধুরী মাে. ন্যাপ ৯৪২। মােতাহার শরীফ, জাসদ, ৭০৬। ফরিদপুর-৯ নাজির আহমদ তালুকদার, আওয়ামী লীগ (নির্বাচিত)। ফরিদপুর-১০, নুরুল কাদের, আওয়ামী লীগ ৭৭,৪৩৮ (নির্বাচিত)। বায়েজিদ আহমেদ, মাে. ন্যাপ, ২৫৫৫। মােস্তাফিজুর রহমান জাসদ, ২৫৬৬। ফরিদপুর-১১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ফরিদপুর- ১২, সন্তোষ কুমার বিশ্বাস, আওয়ামী লীগ, ৬৮১৩৮ (নির্বাচিত)। কমলেশ চন্দ্র, মাে। ন্যাপ, ২৯৫৩। শামসুল হক, জাসদ, ১১৯৮। ফরিদপুর-১৩, ইলিয়াস আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ ৫৯৯৮৪ (নির্বাচিত)। শাহজাহান খান, জাসদ ৯৮৫। ফরিদপুর-১৪ মােহাম্মদ আসমত আলী খান, আওয়ামী লীগ (নির্বাচিত)। ফরিদপুর-১৫ আমিনুল ইসলাম আওয়ামী লীগ, ৬৫২৭৯। (নির্বাচিত)। আবদুর রব মুন্সী, মাে. ন্যাপ, ১০৬৪৩। অধ্যাপক মােহাম্মদ আবদুর রাজ্জাক মিয়া, জাসদ, ৮২৮। ফরিদপুর-১৬ এ, রাজ্জাক ৯৫১১৪ (নির্বাচিত)। আবুল হােসেন জাসদ, ১৫৪৬।
ফরিদপুর- ১৭ নুরুল হক হাওলাদার, আওয়ামী লীগ, ৫৯৩০৫ (নির্বাচিত)। মােহাম্মদ আমির হােসেন মিয়া, স্বতন্ত্র, ৩৮৬৭। মােস্তফা কামাল ব্যাপারী জাসদ, ৩০১। ফরিদপুর-১৮ আবেদুর রেজা খান, আওয়ামী লীগ (নির্বাচিত)। ফরিদপুর-১৯ শ্ৰী ফণিভূষণ মজুমদার আওয়ামী লীগ (নির্বাচিত)।
রংপুর : রংপুর ১, আবদুর রউফ, আওয়ামী লীগ, ৩৮৭০২ (নির্বাচিত)। মােহাম্মদ জাকারিয়া , মাে ন্যাপ ৬,৬২১, মতিউর রহমান, ভা ন্যাপ, ২৮৬৩৭, তাহিদুল ইসলাম, জাসদ, ১০৮২। রংপুর২ আফসার আলী আহমদ, আওয়ামী লীগ ২৫২৩৫ (নির্বাচিত)। শামসুদ্দোহা সিপিবি, ৪৯১৫, আজাহারুল ইসলাম স্বতন্ত্র ৩৩৭, আহসান আহমদ ভাসানী ন্যাপ, ১৭৩৫০। আবদুল গফুর জাসদ, ৯৮৫। রংপুর-৪, মােহাম্মদ আলিম উদ্দিন, আওয়ামী লীগ ৪২৬৭১ (নির্বাচিত)। মােহাম্মদ আবদুল হাফিজ, মাে ন্যাপ, ২৩৬৫০। ডাঃ মােহাম্মদ হানিফ, ভা ন্যাপ, ৩১৯১। মােহাম্মদ নুরুল ইসলাম। স্বতন্ত্র, ১৪৪২। রংপুর-৫ আবিদ আলী আওয়ামী লীগ, ৫০৩১৮ (নির্বাচিত)। দবির উদ্দিন জাসদ, ১৩৫৯। রংপুর-৭ আনিসুল হক চৌধুরী আওয়ামী লীগ, ৬৯৩৪৮, (নির্বাচিত)। আবদুল জব্বার সরকার, মাে ন্যাপ, ৮১৮২। রংপুর-৮ মােহাম্মদ সিদ্দিক হােসেন আওয়ামী লীগ, ৫৯৫৩৯ (নির্বাচিত)। মােহাম্মদ আফজাল, মাে ন্যাপ, ১৪২৮০। শাহ আনােয়ারুল হক, জাসদ, ১৮৪০। আবদুল হালিম খান, ভা ন্যাপ, ১০০৬। রংপুর-৯, মােহাম্মদ আবদুল আওয়াল আওয়ামী লীগ, ৫৮১২৯ (নির্বাচিত)। মিজানুর রহমান, মাে ন্যাপ, ৩৪১৩। শাহ আলী আহমদ, জাসদ, ৬৮০। মাহবুবর রহমান, স্বতন্ত্র, ১৯৬৮। রংপুর-১০ হামিদুজ্জামান সরকার, আওয়ামী লীগ ৩৮০৬৭ (নির্বাচিত)। শামসুজ্জামান, মাে ন্যাপ, ৩৯৮০। খন্দকার গােলাম মােস্তফা, বাংলার জাতীয় লীগ, ৫৯৫৯। আবদুল মান্নান খান (স্বতন্ত্র) ৫০১৬। নজরুল ইসলাম, জাসদ, ৮০৯। রংপুর-১১ মতিউর রহমান, আওয়ামী লীগ ৪৩৩০০ (নির্বাচিত)। আবদুল হালিম , মাে ন্যাপ ৮১৩২। মােজাম্মেল হােসেন জাসদ, ২১২৫। রংপুর-১৩ রেজা উদ্দিন আহমদ, আওয়ামী লীগ, ২৯৯৮০ (নির্বাচিত)। মােঃ নাজির হােসেইন, সরকার ন্যাপ, ২৭১৩। আবদুল হাকিম স্বতন্ত্র, ১৭৮১। রংপুর-১৭ শামসুল হােসেন সরকার, আওয়ামী লীগ, ৩৩৩২৫ (নির্বাচিত)। গাউসুল আলম , মাে ন্যাপ, ৫৬৪৭। কাজীউল ইসলাম, জাসদ, ৪৭৭। ডাঃ আবু সােলেমান মন্ডল, স্বতন্ত্র ২৭১৩। রংপুর-১৯ মােহাম্মদ লুত্যর রহমান, আওয়ামী লীগ (নির্বাচিত)। খালেকুজ্জামান খান, বাংলাদেশ জাতীয় লীগ, ১৯৭১। মােফাজ্জল হক, স্বতন্ত্র, ৭৬১। আজিজুল হক, মাে ন্যাপ, ৪২৩২। মতিউর রহমান, ভা ন্যাপ, ৩৪৪২। আলি মাহাবুব হােসেন, জাসদ, ৫৯০। রংপুর- ২১, শাহা জাহাঙ্গির কবির, আওয়ামী লীগ, ৩৯৭৫৬ (নির্বাচিত)। এটিএম আহসানুল ইসলাম, ভা ন্যাপ ১২৯৩। শাহ ফজলুর রহমান, মাে. ন্যাপ ৪১৭৩। আবদুল মতিন, জাসদ ৫৭৯১। রংপুর-২২ তােফাজ্জল হােসেন, আওয়ামী লীগ ৩৭৪৩৬ (নির্বাচিত)। আবদুস সােবহান মন্ডল, ভা ন্যাপ, ১৪৮৬। মােহাম্মদ এ, ওয়াহেদ, মাে। ন্যাপ, ১১৫৬। আজিজুর রহমান সরকার, স্বতন্ত্র ৫৬৮২। রংপুর-২৮ আবু তালেব মিয়া, আওয়ামী লীগ, ৩৩৫৮০ (নির্বাচিত)। আজিজুল হক, মাে ন্যাপ, ৭৯৩। খায়রুল ইসলাম, ভা ন্যাপ, ৫৩৭। রংপুর- ১৫, কানাইলাল সরকার, ৩৩৩২১ (নির্বাচিত)। আবুল কাশেম মিয়া, মাে ন্যাপ, ১৬৩০। আবদুল্লাহ সােহরাওয়ার্দী স্বতন্ত্র, ৪৭১৫। আকবর আলী মিয়া, ভা ন্যাপ, ৪৭৪।
ঢাকা : ঢাকা-১ আবু মােহাম্মদ সাইদুর রহমান, আওয়ামী লীগ, ৪৪৫৫৯ (নির্বাচিত)। ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী, মাে ন্যাপ, ৫০৬৩। শামসুল হক, ভা ন্যাপ, ৬৮৬। ড. এম এ রশিদ জাসদ, ১৬৫৯। মঈন উদ্দিন আহমদ, স্বতন্ত্র, ১১০০০। ঢাকা-২ মােসলেম উদ্দিন খান আবু মিয়া, আওয়ামী লীগ (নির্বাচিত)। ঢাকা- ৩ মফিজুল ইসলাম খান, (কামাল) আওয়ামী লীগ, ৫৮৪৩৫ (নির্বাচিত)। ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী, মাে ন্যাপ, ৪৫৩৫। আবদুল ওয়াহাব খান, ভা ন্যাপ ১,৬১৭। মােহাম্মদ আবদুল লতিফ, জাসদ ৯২৩৩। ঢাকা-৪ ড. মীর আবু খায়ের আওয়ামী লীগ, ৬১, ২৭৫ (নির্বাচিত)। মােহাম্মদ ফজলুল হক খান, মাে ন্যাপ, ৭০১৬, আবদুল খালেক বিশ্বাস, জাসদ ২২৮৫। ঢাকা-৫ শাহ মােয়াজ্জেম হােসেন আওয়ামী লীগ ১০৭৬৪১ (নির্বাচিত)। এ, কে এম কামরুজ্জামান, জাসদ, ২১৯৫। ঢাকা-৬ কোরবান আলী আওয়ামী লীগ, ৮০৬১৯ (নির্বাচিত)। শফিউদ্দিন আহমদ, ভা ন্যাপ, ১৪৯৩। এ কে এম কামারুজ্জামান, জাসদ, ১১১৩। সুবােধ রােজারিও, মাে ন্যাপ, ২,১০১। ঢাকা-৭ আবদুল করিম ব্যাপারী আওয়ামী লীগ (নির্বাচিত)। ঢাকা৮ প্রফেসর কে, এম শামসুল হুদা, আওয়ামী লীগ, ৬৮৭৬৯ (নির্বাচিত)। আবিদ আলী, জাসদ ৮১২। ইমরানুল হক মৃধা, মাে, ন্যাপ, ১৮১৭। আবুল বাশের মাদবর, ভা ন্যাপ, ২৬৪৩। সানাউল্লাহ চৌধুরী, স্বতন্ত্র ৪৭৬১। ঢাকা-৯ রফিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ (নির্বাচিত)। ঢাকা-১০ হারুনুর রশীদ আওয়ামী লীগ (নির্বাচিত)। ঢাকা- ১১ মােহাম্মদ বােরহান উদ্দিন আহমদ আওয়ামী লীগ (নির্বাচিত)। ঢাকা-১২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ১১৩৩৮০ (রেকর্ডসংখ্যক ভােটে নির্বাচিত, আবদুল আওয়াল, জাসদ ১৭৩৪৮। কাজী জাফর আহমদ ৯৪৪। ঢাকা-১৩ গাজী গােলাম মােস্তফা, আওয়ামী লীগ ১ লাখেরও বেশি নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. আলীম আল রাজি ২৫ হাজারের কিছু বেশি। ঢাকা-১৪ ড. কামাল হােসেন, আওয়ামী লীগ (নির্বাচিত)। ঢাকা-১৫ শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ১০৫৬৬১, রেকর্ড সংখ্যক ভােট নিয়ে নির্বাচিত। মেজর এম এ জলিল জাসদ, ১৬,৫১১। ঢাকা—১৬ শামসুল হক আওয়ামী লীগ ৭৫৭৫৬ (নির্বাচিত) দেওয়ান আবদুর বশির মাে ন্যাপ ৯৫৫৫, দেওয়ান মাে. সেলিম ভা-ন্যাপ ৩৭৭৩ এ, কে, সানয়ার আলী জাসদ ৮৩। ঢাকা—১৭ মােজাম্মেল হক, আওয়ামী লীগ ৭০৬০৮ (নির্বাচিত) সিরাজুল হক মাে ন্যাপ ৫০২৮ মােহাম্মদ আবদুস সাত্তার মিয়া জাসদ ১৩৩৯০, শামসুদ্দিন ভাসানী ন্যাপ ২৪৪৫। ঢাকা-১৮ মােহাম্মদ আনােয়ার জং তালুকদার আওয়ামী লীগ ৪৯৮০৩ (নির্বাচিত) দেওয়ান মােহাম্মদ ইদ্রিস মাে ন্যাপ ২১৮৫০ আমিরুল হক ভূইয়া বি জে এল ১৩৯০ এ, কে, এম আবদুল আলী জাসদ ৪৪৩। ঢাকা-১৯ আতাউর রহমান খান আওয়ামী লীগ (নির্বাচিত) ঢাকা-২০ তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগ ৬২৭৯৩ (নির্বাচিত) সুলতান উদ্দিন আহমদ জাসদ ৩৮৫৫। ঢাকা-২১ মইজুদ্দিন আহমদ আওয়ামী লীগ ৫১৬ (নির্বাচিত) আহমেদুল কবির মাে-ন্যাপ ২৫৩৫। ঢাকা-২২ গাজী ফজলুর রহমান আওয়ামী লীগ ৩৫৭৫৫ (নির্বাচিত), আবদুর রশিদ মাে-ন্যাপ ১২৩২৭ এস, এ, হাসান জাসদ ৯২৪, মােহাম্মদ ইয়াকুব আলী ভা-ন্যাপ ৩০১৪ মােহাম্মদ কফিল উদ্দিন স্বতন্ত্র ৭৩৫০, ঢাকা-২৩ রবিউল আওয়ামী লীগ ৪৬৮১১ (নির্বাচিত), কামাল হায়দার মােন্যাপ ৯৮৮৫ ও এ মান্নান ভূইয়া ভা-ন্যাপ ১৬২১১, ঢাকা-২৪ আফতাবুদ্দিন ভূইঞা আওয়ামী লীগ ২৭৯৩৩ (নির্বাচিত), ফজলুল হক খন্দকার, মাে-ন্যাপ ২৪১০৯, এ, হাই ভা-ন্যাপ ৩০৮৪, আবদুল হাসেম জাসদ ৮৮৫, আশরাফুল আজিজ স্বতন্ত্র ২০৩৮৩। ঢাকা ২৫ মােসলেহ উদ্দিন ভূইঞা আওয়ামী লীগ ৪৭৬৪২ (নির্বাচিত),আবুল হাশেম মিয়া মাে-ন্যাপ ২৩৬৭, ড. এ রফিক ভূইঞা ভান্যাপ ১৭০৪, হাতেম আলী শ্রমিক কৃষক সমাজবাদী দল ৩৭৮০৩,পিটার পল গােমেজ বাংলা জাতীয় কংগ্রেস ৩৪৯৮, ঢাকা-২৬ কাজী সাহাবুদ্দিন আহমদ আওয়ামী লীগ (নির্বাচিত) , ঢাকা-২৭ শাহাদান আলী সিকদার আওয়ামী লীগ, ৪০০৮১ (নির্বাচিত) আবুল হাসনাত ভূইয়া মাে-ন্যাপ ১২০৯২ সরদার গিয়াসদ্দিন আহমদ ভা-ন্যাপ- ৩৫৫ শামসুল হক স্বতন্ত্র ২৩৪১৬ মিজানুর রহমান জাসদ ১৩৯৮, ঢাকা ২৮- মােবারক আওয়ামী লীগ ৪২৪৮১ (নির্বাচিত), এ, কে, আর,আহমেদ মাে-ন্যাপ ৩৯০৩ এ, এন ,এম, এ হামিদ ভা-ন্যাপ ৬২৯১ মােহাম্মদ মােস্তফা আমির জাসদ, ১০৬৮, ঢাকা-২৯ সফিজুল হােসেন আওয়ামী লীগ (নির্বাচিত), ঢাকা ৩০ এ, কে, এম, শামসুজ্জোহা আওয়ামী লীগ (নির্বাচিত)
রাজশাহী : রাজশাহী- ১ ড. মইনুদ্দিন আহমদ আওয়ামী লীগ ৪৭৫৫৪, (নির্বাচিত)। শাহজাহান আলী, মাে ন্যাপ ৯৯২০। ময়নরােজা জাসদ , ৬৬১৮। মাে. ওছমান গণি ৫১০০। রাজশাহী-২ মােহাম্মদ খালেক আলী মিয়া আওয়ামী লীগ ৫৩৬৮২ (নির্বাচিত), সৈয়দ মঞ্জুল হােসেন ভা-ন্যাপ ১১১০৪। আনসার হােসেন মিয়া ভা- ন্যাপ ২২৬৬৫। সৈয়দ মন্ডল জাসদ ১৫৬২৬ রাজশাহী-৩ ড. এ, এ, এম, মেসবাহুল হক, আওয়ামী লীগ (নির্বাচিত)। রাজশাহী- ৪ শাহ সিরাজুল ইসলাম আওয়ামী লীগ ৫৩২৩৪ (নির্বাচিত)। সফিউদ্দিন মােল্লা ভা-ন্যাপ ৭৪৮২। নজরুল ইসলাম মাে-ন্যাপ ৬২৬৫। আবদুল আমিন জাসদ ১৯০৮। রাজশাহী-৫ এস, এম জাহাঙ্গীর আওয়ামী লীগ ৪৭৮১১ (নির্বাচিত)। বসির উদ্দিন ভা-ন্যাপ ১০২৭৯ ওয়াসিমুদ্দিন আহমদ স্বতন্ত্র ৮৭৭৩। রাজশাহী-৬ আতাউর রহমান তালুকদার আওয়ামী লীগ ৭০৬৭০, (নির্বাচিত)। এম, এ, বাকি মাে-ন্যাপ ১৯৮৯৭। মুজিবুর রহমান চৌধুরী ভা-ন্যাপ ১৫৬৪। মহম্মদ মইনুল ইসলাম জাসদ, ৫২৯৫ রাজশাহী-৭ শফিক উদ্দিন সরকার আওয়ামী লীগ ৪৩৫১৫ (নির্বাচিত) আবদুস সালাম স্বতন্ত্র ২৩১১২। ইমান উদ্দিন সরকার জাসদ ১০৬৪। রাজশাহী-৮ মাে. আবদুল জলিল আওয়ামী লীগ ৫৩৮৭৫ (নির্বাচিত)। মাে. আতাউল হক, মাে. ন্যাপ ১১৯২৯। মােকলেসুর রহমান জাসদ ১৭৩৭ আবু নামের মাে. মাজহারুল হক ভাসানী ন্যাপ ১১০৮। রাজশাহী-৯ মাে. বায়তুল্লাহ। আওয়ামী লীগ ৫৪৭৪৫(নির্বাচিত)। মােল্লা মাহতাব আহমদ, ভা, ন্যাপ ৫১৬৯। আকতার মাে. সিদ্দিকী জাসদ ৬১৩৯ রাজশাহী-১০। এ, এইচ, এম কামারুজ্জামান আওয়ামী লীগ ৫৯ ১৮১ (নির্বাচিত)। মাে. আতাউর রহমান মাে. ন্যাপ ৮৪০৯। মইনুদ্দিন আহমদ জাসদ ২৮২৬। এমরান আলী সরকার ভা-ন্যাপ ৩৫৩৩। রাজশাহী- এ, এইচ, এম কামারুজ্জামান আওয়ামী লীগ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) রাজশাহী-১২ সরকার আমজাদ হােসেন আওয়ামী লীগ (নির্বাচিত)। রাজশাহী-১৩ শাহ মাে. জাফর উল্লাহ আওয়ামী লীগ নির্বাচিত। রাজশাহী-১৪ মাে. আলাউদ্দিন। আওয়ামী লীগ ৭১৭৩৮ (নির্বাচিত)। মাে. সামশেরুদ্দিন ভা-ন্যাপ ১০২৮ মাে. আতাউর রহমান মাে-ন্যাপ ৬০৭৩ মাে. আবদুর রউফ সরকার স্বতন্ত্র ৭২৯। রাজশাহী- ১৫ শফিউল ইসলাম আওয়ামী লীগ (নির্বাচিত)। রাজশাহী-১৬ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ, ৩৭৯২৩ (নির্বাচিত)। কে, এইচ , আবুল আলী মাে-ন্যাপ ১৪৩৪। রমণী মােহন সরকার স্বতন্ত্র ৮৮৮। মাে. বদিরুজ্জামান স্বতন্ত্র ৩৬১ রাজশাহী-১৭ শফিক উদ্দিন সরকার আওয়ামী লীগ (নির্বাচিত)।
দিনাজপুর : দিনাজপুর-১ কামরুদ্দিন আহমদ আওয়ামী লীগ ৩৯০২৯ (নির্বাচিত), কামরুল হােসেন সি, পি, বি, ৯৬০১ জমির উদ্দিন সরকার স্বতন্ত্র ১৮৪০৬ আবদুল জব্বার ভা-ন্যাপ ১০৯৯। দিনাজপুর-২ সিরাজুল ইসলাম এডভােকেট আওয়ামী লীগ ৪২৭৪২ (নির্বাচিত), সফিউল আলম স্বতন্ত্র ১০৭২৬, নুরুল হক মাে ন্যাপ ১১০৫০। দিনাজপুর-৩ ফজলুল করিম আওয়ামী লীগ ৬১৩৪৬, (নির্বাচিত) মােয়াজ্জেম হােসেন মাে ন্যাপ ৮১৫৭, রেজওয়ানুল হক চৌধুরী (ইদু চৌধুরী) ভাসানী ন্যাপ ৪০৫২। দিনাজপুর-৪ আলী আকবর আওয়ামী লীগ ৬৬৩৩৮ (নির্বাচিত), ড. আবদুল মালেক, মাে. ন্যাপ ১৩৪৪৪, এ, এম, আই মাে. ইউনুস ন্যাপ ৪৬২০। দিনাজপুর-৫ আবদুল হক আওয়ামী লীগ ৫৭৩৬৯ (নির্বাচিত) আমিনুল ইসলাম মােন্যাপ ৫৯২৮, হাজী মাে. দানেশ লেনিনবাদী কমিউনিস্ট পার্টি ৬৪৮৩। আবদুল রাজ্জাক জাসদ ১২৭৮। দিনাজপুর-৬ অধ্যাপক ইউসুফ আলী আওয়ামী লীগ ৬৪৭৬২ (নির্বাচিত), আনােয়ারুল হক চৌধুরী ভা ন্যাপ ১০৫৩৯, তাইমুর রহমান জাসদ ১২৪৩ আবদুর রশিদ, মাে. ন্যাপ ৫২২৭। দিনাজপুর-৭ আমজাদ। হােসেন আওয়ামী লীগ ৫৮৫৮১ (নির্বাচিত)। সৈয়দ রিয়াজুল হােসেন বাংলা জাতীয় লীগ ৪৭০, এস, এ, বারী এ টি ভা ন্যাপ ৩০৪২, হাবিবুর রহমান স্বতন্ত্র ৩৯৭৯, বেসারউদ্দিন আহমদ মাে ন্যাপ ২২৭৩। দিনাজপুর৮ শাহ মাহাতাব আহমদ আওয়ামী লীগ , ৬০৩০৬ (নির্বাচিত), আজিজুল ইসলাম, ভা, ন্যাপ ২৩১৮। দিনাজপুর—৯ সরদার মােসারফ হােসেন আওয়ামী লীগ ৪৫০২৪ (নির্বাচিত), এ সাত্তার, ভা, ন্যাপ ৩৫২২, ধীরেন্দ্র নাথ বর্মন, মাে. ন্যাপ ৪০৪৩। দিনাজপুর—১০ এ, লতিফ মিয়া আওয়ামী লীগ ৬২৮৫৭ (নির্বাচিত), আবুল কালাম আজাদ স্বতন্ত্র ৩৩৮৫, কাজী লুত্যর রহমান চৌধুরী, মাে. ন্যাপ ১১৩৪।
কুমিল্লা : কুমিল্লা-১, মােহাম্মদ সাইদুল হক, আওয়ামী লীগ ৫০৩১০, (নির্বাচিত), সৈয়দ খােরশেদ কামাল, মাে ন্যাপ, ১৭০১১, সৈয়দ মােহাম্মদ, জাসদ, ৯৯১, মােহাম্মদ মােতাহার আলম, ভা ন্যাপ, ২১৮২। কুমিল্লা-২ তাহের উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগ,. ৪০৪৭৯ (নির্বাচিত), ওলি আহাদ, বাংলা জাতীয় লীগ, ২৮২৯০, আব্দুস সামাদ, মাে ন্যাপ, ২২২১, বাবরু মিয়া, জাসদ, ৭৭৪। কুমিল্লা-৪ সিরাজুল হক আওয়ামী লীগ, ৬০৩০৭ (নির্বাচিত), দেওয়ান সিরাজুল হক, বাংলার জাতীয় লীগ, ৭১৫২, আবু জামাল জাসদ, ১৩৫৬। কুমিল্লা-৫ আব্দুল কুদুস মাখন, আওয়ামী লীগ ৬৫১৮৭ (নির্বাচিত), ড. ফরিদুর হুদা, ভা ন্যাপ, ৪৯৯, মমতাজ বেগম, জাসদ, ৩০৮৪। কুমিল্লা-৬ ড: কাজী আকবর উদ্দিন সিদ্দিকী, ৩১৯১৩ (নির্বাচিত), মমতাজ বেগম, জাসদ, ৯২৬৭, সুনীল কুমার ভৌমিক, মাে ন্যাপ, ৩৮৯৪, মােহাম্মদ সাইদুর রহমান (স্বতন্ত্র), ৪৭৯। কুমিল্লা- ৭, ড. আবদুল হক, আওয়ামী লীগ, ৭৫২৭৫ (নির্বাচিত), গােলাম মহিউদ্দিন আহমদ, স্বতন্ত্র, ১০০৬, এ কে এম ওবাইদুল, জাসদ, ১০১০, ফোরকান আহমদ, বাংলার জাতীয় লীগ, ৫৭৬। কুমিল্লা-৮ মােজাফফর আলী, আওয়ামী লীগ ৪২৯৫২ (নির্বাচিত), মৌলভী মােহাম্মদ এ মতিন, ভা ন্যাপ, ১৮৫৮, মােহাম্মদ ফিরােজ আহমদ খান, মাে ন্যাপ, ১৬০৩, মর্তুজা হােসেন মােল্লা, স্বতন্ত্র ৩২৮৯০। কুমিল্লা-১০, ডাঃ ওলি আহমদ আওয়ামী লীগ, ৪৩৮৩০ (নির্বাচিত), এ মান্নান, ভাসানী, ১০৮৬, মাস্টার আব্দুল মতিন, মাে ন্যাপ, ১৫৮০। আজহার হােসেন, জাসদ, ২৭২০, আলী আকবর স্বতন্ত্র, ৩৯৯। আব্দুল লতিফ মাস্টার স্বতন্ত্র, ১০৮৬৬। কুমিল্লা-১১, মােহাম্মদ আলী আশরাফ স্বতন্ত্র, ২৬৭৭২ (নির্বাচিত), আলহাজ্ব রুমিজ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ, ২০৮৫৩, মােহাম্মদ এ রাজ্জাক খান, স্বতন্ত্র, ১৯৪১, মহিউদ্দিন মিয়া, জাসদ, ৭৬৪১, আব্দুল জলিল ভুইয়া, মাে ন্যাপ, ১২৮৭০। কুমিল্লা- ১২ ক্যাপ্টেন সুজাত আলী, আওয়ামী লীগ ৩১৬৯৭, (নির্বাচিত), অধ্যাপক মােজাফফর আহমদ, মাে ন্যাপ, ২৫৫৮৫। কুমিল্লা-১৩, আব্দুল হাকিম মিয়া, আওয়ামী লীগ, ৬৫০৮৫ (নির্বাচিত), দেওয়ান মেধাব উদ্দিন আহমদ, স্বতন্ত্র, ১১০১১, ফিরােজ উদ্দিন আহমদ, ভা ন্যাপ ২৫৯১। কুমিল্লা-১৪ অধ্যাপক মােহাম্মদ ইউনুস, আওয়ামী লীগ, ৪১৯৯৪, (নির্বাচিত), এ রউফ মােক্তার, মাে ন্যাপ, ১১৫০২, ফজলুল হক মােক্তার, জাসদ, ৯১১। কুমিল্লা১৫, অধ্যাপক খােরশেদ আলম, আওয়ামী লীগ, ৩৫৭৪২(নির্বাচিত), অধ্যাপক মােজাফফর আহমদ, মাে ন্যাপ, ২০১১২, আবু আখতার, জাসদ, ৯৪৮, ডাঃ সাদত আলী, ভা ন্যাপ, ৫৩৬। কুমিল্লা- ১৬, ওলি আহমেদ আওয়ামী লীগ, ৩৬৭৫৯ (নির্বাচিত), কাজী জাফর আহমদ, ভা ন্যাপ, ১০৪৯৯, মােজাম্মেল হক, জাসদ ৭৮১, সিরাজ উদ্দিন আহমদ, স্বতন্ত্র, ১২২২। কুমিল্লা- ১৭, কাজী জহিরুল কাইয়ুম, আওয়ামী লীগ, ২৭০৯৭ (নির্বাচিত), কাজী জাফর আহমদ, ভা ন্যাপ, ২৮৫৭, সৈয়দ আশরাফ আলী, জাসদ, ৮০০, দেলােয়ার হােসেন, মাে ন্যাপ, ৬৩৬, সৈয়দ আহমদ মজুমদার, স্বতন্ত্র, ৮৬৮০। কুমিল্লা-১৮ অধ্যক্ষ আবুল কালাম, আওয়ামী লীগ, ৪৪৩৫৭ (নির্বাচিত), ছায়াতুরবী, ভা ন্যাপ, ৫৫৪৬, শামসুদ্দিন ভুইয়া, মাে ন্যাপ, ১১৬৯, মােহাম্মদ তাজুল ইসলাম জাসদ, ৯৭৬, আবদুল আওয়াল স্বতন্ত্র, ৫১০। কুমিল্লা-১৯, মাে. জালাল আহমদ, আওয়ামী লীগ, ৩০৪৯০-(নির্বাচিত), এ সােবহান, মাে ন্যাপ, ৪৭৬৩, আবদুল খালেক, জাসদ, ৪৯৯৬। কুমিল্লা২০, এ আওয়াল এডভােকেট, আওয়ামী লীগ, ৩৮৪৯৯(নির্বাচিত), শমসেমর আলী, মাে ন্যাপ, ৯২৫। আলাউদ্দিন, স্বতন্ত্র, ১৯৭৮২। কুমিল্লা- ২১, আবদুল সাত্তার, আওয়ামী লীগ, ৪০০১৮, (নির্বাচিত), আব্দুল মান্নান, মাে ন্যাপ, ৩৩৬২, বি এম কলিমুল্লাহ, বিসিপি, ৩৩৯৬, হাবিবুল্লাহ চৌধুরী জাসদ, ৫৭৭৩। কুমিল্লা- ২২, আবু জাফর মঈন উদ্দিন, আওয়ামী লীগ, ৩৯৫০০ (নির্বাচিত), সুবল শাক ভট্টাচার্য, মাে ন্যাপ, ১৩৬৮, এম এ আউয়াল, জাসদ, ২৫৭৪, সিদ্দিকুর রহমান, স্বতন্ত্র। কুমিল্লা-২৩, গােলাম মাের্শের ফারুকী, ৫৭৯১৮ (নির্বাচিত), অধ্যাপক আবু নাসের মােহাম্মদ ওয়াহিদ, মাে ন্যাপ, ৩৬৩৩, কাবিল মিয়া জাসদ ৩২৩৬। কুমিল্লা-২৪ মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ, ৫৫৫৬৬ (নির্বাচিত), সৈয়দ আবদুস সাত্তার, মাে ন্যাপ, ২৯৫২, জয়নুল আবেদিন চৌধুরী, জাসদ, ৬৫০৮। কুমিল্লা-২৫ আবদুল্লাহ সরকার, স্বতন্ত্র, ২৮২৮৫ (নির্বাচিত), এডভােকেট সিরাজুল ইসলাম পাটয়ারী, ২৪৫৮৩, অধ্যক্ষ রুহুল আমীন স্বতন্ত্র, ৭০১। ওলি আহমদ পাটয়ারী, জাসদ, ৪৪৬। কুমিল্লা- ২৬, শফিউল্লাহ, আওয়ামী লীগ, ৪১৪৫৯, (নির্বাচিত), খালেকুজ্জামান, জাসদ, ৭১৭৯, জাফর উল্লাহ চৌধুরী, মাে ন্যাপ, ৬৯৩। নাসির উদ্দিন, স্বতন্ত্র, ৫০৪।
ময়মনসিংহ : ময়মনসিংহ-১, মােহাম্মদ দেলােয়ার হােসেন, আওয়ামী লীগ, ৩৬৮৩৪। সাওখায়াতুল হক চৌধুরী, মাে ন্যাপ, ৪৮৮৬, গাজী নাসির উদ্দিন, জাসদ, ১৭১৮২। ময়মনসিংহ২, রাশেদ মােশাররফ, আওয়ামী লীগ (নির্বাচিত), বিস্তারিত ভােটের সংখ্যা জানা যায়নি। ময়মনসিংহ- ৩ ডা. নুরুল ইসলাম, আওয়ামী লীগ, ৩২৭৬৮ (নির্বাচিত), মােহাম্মদ রেজাউল ইসলাম, মাে ন্যাপ, ৭৪৮,মােহাম্মদ আলতাফ উদ্দিন তালুকদার, ভা, ন্যাপ, ৫৫৭, মােহাম্মদ মােকলেছুর রহমান, সমাজবাদী দল, ৪৩১, আজাদ জগলুল পাশা, জাসদ, ১৭১৮২, ময়মনসিংহ-৪, আব্দুল মালেক আওয়ামী লীগ, ২৯০৭৩, (নির্বাচিত), মােহাম্মদ শাহ নেওয়াজ, মাে ন্যাপ, ভােটের সংখ্যা পাওয়া যায়নি। মােয়াজ্জেম হােসেন, ভা, ন্যাপ, ৫১১, গাজী নাসের উদ্দিন, জাসদ, ২৮৭, হারুনুর রশিদ, স্বতন্ত্র, ২৫৪৫১। ময়মনসিংহ-৫ এডভােকেট আব্দুল হাকিম আওয়ামী লীগ, ৩৫০১২ (নির্বাচিত) সৈয়দ আবদুস সােবহান, মাে. ন্যাপ, ২২১৬৭, মােহাম্মদ ওহেল আলী চৌধুরী, ভা ন্যাপ, ২০৭৪, মােহাম্মদ আব্দুল মতিন মিয়া, জাসদ, ১৩১৫০। ময়মনসিংহ-৬, মােহাম্মদ আনিসুর রহমান, আওয়ামী লীগ, ৩৭৫৪৯ (নির্বাচিত), শ্রী রবি নিয়ােগী, মাে ন্যাপ, ২৪৪০, ডা. মাে. সিরাজুল হক, জাসদ, ৫০২। ময়মনসিংহ-৭, মিজানুর রহমান, আওয়ামী লীগ, ৩৯০৯২ (নির্বাচিত), আব্দুল রেজ্জাক, মাে ন্যাপ, ৪৫৭৩। মােহাম্মদ হাবিবুর রহমান, জাসদ, ৫৭৬২। ময়মনসিংহ-৮ মােহাম্মদ আব্দুল হালিম এডভােকেট, আওয়ামী লীগ, ৪৬২২৮(নির্বাচিত), এ কাদের, মাে ন্যাপ, ১৬৯৯, ডাঃ মােহাম্মদ সিরাজুল হক, জাসদ, ৬৪৭৮। ময়মনসিংহ-৯, কুদরত উল্লাহ মন্ডল, আওয়ামী লীগ, ৪১৫১৩ (নির্বাচিত), আশুতােষ শাহ, মাে ন্যাপ, ৬০২৮, আব্দুল গণি জাসদ, ৮২৮৩। ময়মনসিংহ-১০, মােহাম্মদ শামসুল হক আওয়ামী লীগ (নির্বাচিত), ভােটের সংখ্যা পাওয়া যায়নি। ময়মনসিংহ-১১, নজিম উদ্দিন এডভােকেট, আওয়ামী লীগ, ৩০০৯৩ (নির্বাচিত), সিরাজুল ইসলাম, ভা ন্যাপ, ২১৬০, মােহাম্মদ আবদুর রহমান, মাে. ন্যাপ, ৮৭৭০, মােহাম্মদ শাহজির উদ্দিন, জাসদ, ২০০৮। ময়মসিংহ-১২, মােহাম্মদ আনােয়ারুল কাদের, আওয়ামী লীগ, ৩১৯২৫, (নির্বাচিত), আব্দুল আলী ভুইয়া, মাে. ন্যাপ, ১৬৮৭। গােলাম নবী জাসদ, ১৬২২০। ময়মনসিংহ-১৪, এ কে এম মােশারফ হােসেন আখন্দ, আওয়ামী লীগ, ৫১৯৮৫ (নির্বাচিত), কাজী শামসুল হক, ভা ন্যাপ, ২৪১০, আলতাফ আলী, মাে ন্যাপ, ৪৩৪, খন্দকার এম মালিক, জাসদ, ২৬৬৩। ময়মনসিংহ-১৫ মােহাম্মদ শামসুল হক, আওয়ামী লীগ, ৩১৬৩৯ (নির্বাচিত), হারিস উদ্দিন মােল্লা, মাে ন্যাপ, ১৩৫২। খন্দকার এ মালেক জাসদ, ৯০৫১। আব্দুল রশিদ, ভা, ন্যাপ, ৭১১। ময়মনসিংহ-১৬, এ এন এম নজরুল ইসলাম, ৩৩৮৫৭ (নির্বাচিত), এ. কে. এম. মকবুল হােসেন, মাে. ন্যাপ ৬৩২৬, মােহাম্মদ নুরুল ইসলাম, ভা ন্যাপ, ২১০৫, আফসার উদ্দিন আহমদ, জাসদ, ৫৪৩। হাবিবুর রহমান, স্বতন্ত্র, ৮৫৩১। ময়মনসিংহ-১৭, অধ্যাপক আবদুর রশিদ আওয়ামী লীগ, ৩১৭১৯ (নির্বাচিত), এ. কে. সিরাজুল ইসলাম, ভা, ন্যাপ, ৭১৪৯। খলিলুর রহমান, মাে. ন্যাপ, ২৩২৭, আফসার উদ্দিন আহমদ, জাসদ, ১০৩৫। মােহাম্মদ ইউনুস আখন্দ, স্বতন্ত্র, ১২১০৭। ময়মনসিংহ-১৯, মােহাম্মদ আবুল হাশেম আওয়ামী লীগ, ২৭৬২৮ (নির্বাচিত), আলতাফ হােসেন, মাে ন্যাপ, ১৪১৭০, আব্দুল গণি জাসদ, ৪১৩। জয়নুল আবেদিন, বিজেএল, ৬০৯৪, মােসায়েদুল ইসলাম, স্বতন্ত্র, ১৬৫০। ময়মনসিংহ-২১, মােহাম্মদ সদর উদ্দীন আহমদ, আওয়ামী লীগ, ৩৪৬৮৩, (নির্বাচিত), আব্দুল আলী, মাে ন্যাপ, ৫০৪২, তরিকুল ইসলাম, ভা ন্যাপ, ২৪৪৯। ময়মনসিংহ ২২, আব্দুল জলিল, আওয়ামী লীগ, ৩৯১৪৮ (নির্বাচিত), এ আহাদ খান, মাে ন্যাপ, ৮১৭৫। গােলাম এরশাদুর রহমান, জাসদ, ৩১৬৬। ময়মনসিংহ-২৩ ফজলুর রহমান খান, আওয়ামী লীগ, ৩১৮৬৩, (নির্বাচিত), ওয়াজেদ আলী, মাে ন্যাপ, ১২০৬ শেফায়েত আহমদ খান জাসদ, ভােটের সংখ্যা এখনাে পাওয়া যায়নি। ময়মনসিংহ-২৪, জাবিদ আলী, আওয়ামী লীগ, ৪১২২২, (নির্বাচিত), মােখলেছুর রহমান খান, মাে ন্যাপ, ১৬৩৪৯। এ কাদির খান চৌধুরী, জাসদ, ৯৬৩। টাঙ্গাইল-১ আব্দুস সাত্তার, জাসদ (নির্বাচিত), ময়মনসিংহ-২৫, মােহাম্মদ আবদুল খালেক, আওয়ামী লীগ, ৩৭১৫৮, (নির্বাচিত), মহিউদ্দিন, মাে ন্যাপ, ২৬৯১৩, আব্দুল জলিল মিয়া, জাসদ, ১৪১৩। ময়মনসিংহ-২৬, আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ, ৪০১১১, (নির্বাচিত), নুরুল আমিন বকুল, মাে ন্যাপ,ময়মনসিংহ-২৯, জমিয়ত আলী, মাে ন্যাপ, ১২৮০৩. এম এ কুদ্স আওয়ামী লীগ, ৪০৭০৩ (নির্বাচিত), ময়মনসিংহ-৩০, আব্দুল হামিদ আওয়ামী লীগ, ৪৯৫৬৩ (নির্বাচিত), হাবিবুর রহমান, ভা, ন্যাপ, ১৯৬২। কাজী আব্দুল বারী, মাে ন্যাপ, ১৭৯০৭।
টাঙ্গাইল : টাঙ্গাইল-২, হাতেম আলী, আওয়ামী লীগ, ৩০৯৭০ (নির্বাচিত), হাতেম আলী খান, মাে. ন্যাপ, ২৫১২৯। টাঙ্গাইল-৩ শামসুর রহমান খান, আওয়ামী লীগ, ৩১০২৩, (নির্বাচিত), আখতার হােসেন, জাসদ, ১৮২২৫, টাঙ্গাইল-৪ আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগ, ৩১৯৪৫ (নির্বাচিত),শাহজাহান সিরাজ, জাসদ, ৩০৪৮৭। টাঙ্গাইল-৫ মীর্জা তােফায়েল হােসেন, আওয়ামী লীগ, ২৯৩২১ (নির্বাচিত), আব্দুল রহমান, ভা ন্যাপ, ২২৫৬৯। টাঙ্গাইল-৬ আবদুল মান্নান, আওয়ামী লীগ, ৪১২৩৩ (নির্বাচিত), ড. আলিম আল রাজি, ভা ন্যাপ, ৩৫৮৭৯। টাঙ্গাইল-৭ মােহাম্মদ শওকত আলী খান, আওয়ামী লীগ, ৪৭১৫০(নির্বাচিত), নুর মােহাম্মদ খান, বিসিইউ ৭৫৬৫। টাঙ্গাইল-৮ ফজলুর রহমান ফারুক, আওয়ামী লীগ, ৪২৬৩৯ (নির্বাচিত), ড. আলীম আল রাজি, ভা ন্যাপ, ২৭৯৬৭। টাঙ্গাইল-৯ প্রিন্সিপাল হুমায়ুন খালেদ, আওয়ামী লীগ, ২৮৮৪৭ (নির্বাচিত), মােহাম্মদ ফজলুল করিম, জাসদ, ১৯০০৬।২৯

রেফারেন্স: ৮ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!