বঙ্গবন্ধুর প্রতি ইন্দিরার অভিনন্দন
নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মীদের নির্বাচনে অসাধারণ সাফল্যের জন্যে আন্তরিক অভিনন্দন জানান। মিসেস গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত এক বাণীতে বলেন, নির্বাচনে সাধারণ সাফল্যের জন্য আমি আপনাকে এবং আপনার সহকর্মীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার সহকর্মীগণও আমার সাথে আপনাকে অভিনন্দন জানাচ্ছে। এত কঠিন একটা সংগ্রামের অব্যবহিত পরই তারা যে অবাধ গণভােটের মাধ্যমে তাদের পছন্দ মত সরকার নির্বাচন করলেন এজন্য বাংলাদেশের জনগণ অভিনন্দন লাভের যােগ্য। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজে থেকে যে পথ বেছে নিয়েছে আপনার নেতৃত্বে সে পথে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। বাংলাদেশ ও ভারত উভয়েই যে আদর্শে নিবেদিত সে আদর্শের লক্ষ্যে আপনার সাথে, আপনার সরকার ও বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠ সহযােগিতার জন্য আমরা অপেক্ষা করছি।
রেফারেন্স: ৮ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ