You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর ভােটদান

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯টা ৫ মিনিটে ভােটদানের জন্য ধানমন্ডি বালিকা বিদ্যালয়ে ভােট কেন্দ্রে গিয়ে পৌঁছান। সঙ্গে ছিলেন বেগম মুজিব ও শিশুপুত্র রাসেল। রাসেল অবশ্য এখনাে ভােটারের যােগ্যতা পাননি। প্রধানমন্ত্রী ভােট কেন্দ্রে উপস্থিত হওয়া মাত্র স্থানীয় ও বিদেশি সাংবাদিক ও আলােকচিত্র শিল্পীরা তাঁকে ঘিরে ফেলে। বঙ্গবন্ধুকে এসময় বেশ উফুল্ল দেখাচ্ছিল। তিনি আলােকচিত্র শিল্পীদের ছবি তােলার সুযােগ দিলেও সাংবাদিকদের কিছু বলতে বিরত থাকেন। অতঃপর বঙ্গবন্ধু ধীরে ধীরে ভােটদান কক্ষে প্রবেশ করে ভােট প্রদান করেন। বেগম মুজিব-এর পরনে ছিল লাল পাড় সাদা সুতি শাড়ি। তিনিও মহিলা ভােট দান কক্ষে প্রবেশ করেন। বঙ্গবন্ধু ভােট দিয়ে যখন বেরিয়ে এলেন বেগম মুজিব তখন ফিরে আসেননি। বঙ্গবন্ধু তার জন্য অপেক্ষা করতে থাকেন। এসময় বঙ্গবন্ধু কোনরূপ নিরাপত্তা ব্যবস্থা না মেনে ইতস্তত ঘুরে ঘুরে লােকজনদের সাথে আলাপ করেন। অবশেষে বেগম মুজিবসহ প্রধানমন্ত্রী স্বপরিবারে ভােটদান কেন্দ্র ত্যাগ করেন। উল্লেখ্য যে গত ১৯৭০ সালেও এই নির্বাচন কেন্দ্রেই প্রধানমন্ত্রী ভােটদান করেছিলেন।২৩

রেফারেন্স: ৭ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!