You dont have javascript enabled! Please enable it! 1973.03.04 | আওয়ামী লীগ বাংলাদেশ-ভারত মৈত্রীর শত্রুদের প্রতিহত করবে— সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ বাংলাদেশ-ভারত মৈত্রীর শত্রুদের প্রতিহত করবে— সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম রবিবার বলেন যে, বাংলাদেশ-ভারত মৈত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের যে কোন মূল্যের বিনিময়ে আওয়ামী লীগ প্রতিহত করবে। তিনি বলেন, দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশ-ভারত বন্ধুত্ব বিনষ্ট করার চেষ্টা করছে। শিল্পমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘােষণা করেন যে, বিশ্বের কোন শক্তিই এ বন্ধুত্বে চির ধরাতে পারবে না। কারণ এই বন্ধুত্ব পারস্পরিক সমঝােতা ও সমসার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত। রবিবার বিকালে মতিঝিল কলােনীতে এক বিরাট জনসভায় ভাষণ দিতে গিয়ে শিল্পমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত কারও অভ্যন্তরীণ ব্যাপারেই হস্তক্ষেপ করবে না। কারণ পরস্পরের সার্বভৌমত্ব ও আদর্শের প্রতি পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। বিরােধী দলসমূহের সমালােচনা করে সৈয়দ নজরুল ইসলাম বলেন, কতিপয় রাজনৈতিক দল এদেশে চীনা রাজনীতির ভাবধারা ও প্রভাব আমদানি করতে চাইছে। আর এজন্যেই তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরূপ সম্পর্ক গড়ে তােলার অপচেষ্টা করছে। বিগত স্বাধীনতা যুদ্ধে চীনের ভূমিকার কথা উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতা লাভের পর বাংলাদেশের মধ্যে চীনের অনুচরেরা সাম্প্রদায়িকতা এবং হিংসার বীজ ছড়িয়ে বহু মূল্যে কেনা স্বাধীনতাকে নস্যাৎ করতে চাইছে। তিনি দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে উপদেশ দেন। এই উপমহাদেশে বৃহৎ শক্তিবর্গের রাজনৈতিক কার্যকলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে বাংলাদেশকে বৃহৎ শক্তির রাজনৈতিক বলয় থেকে দূরে রাখা। বিরােধ পরিহার করে আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দাবি দাওয়া ও স্বার্থের প্রতি কোনদিন বিশ্বাসঘাতকতা করবে না, তিনি জনগণকে আসন্ন নির্বাচনে ভােট দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
জিল্লুর রহমান : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আত্মগােপনকারী আলবদর, রাজাকার, আল-শামস ও বেআইনি ঘােষিত মুসলিম লীগের সদস্যরা বহুমূল্যে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। তিনি বলেন, পাকিস্তান-চীন চক্র এখনও বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। জনাব রহমান বলেন, স্বাধীনতার পর জাতি এবারই প্রথম নির্বাচনে যাচ্ছে। অর্থনৈতিক মুক্তি লাভের জন্যে এই নির্বাচনে তিনি আওয়ামী লীগকে ভােট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধুর গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বেই দেশের সার্বিক অগ্রগতি ও উন্নতি সম্ভব। কমলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব কদম আলীর সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা শহর। আওয়ামী লীগ সভাপতি গাজী গােলাম মােস্তফাও উপস্থিত ছিলেন।১৩

রেফারেন্স: ৪ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ