You dont have javascript enabled! Please enable it!

বহিষ্কৃতদের আর কোনােদিন আওয়ামী লীগে নেওয়া হবে না

চাঁদপুর। তথ্য ও বেতার মন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী আজ এখানে বলেন, যে সমস্ত ব্যক্তি। দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে আগামী সাধারণ নির্বাচনে অংশ গ্রহণ করছে তাদেরকে দল থেকে এরই। মধ্যে বহিষ্কার করা হচ্ছে এবং আর কোন দিনই দলে এদের গ্রহণ করা হবে না। তথ্য মন্ত্রী আজ বিকালে চরভৈরবী হাইস্কুল ময়দানে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব এম. এ. জলিল। জনাব মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি আদর্শে বিশ্বাস করে। যদি কেউ সেই আদর্শের বিরুদ্ধে কাজ করে তাহলে তাকে তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর মহান। নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত দেশের সকল প্রকার উন্নতির জন্য ১৫ বছর মেয়াদী একটি মহা পরিকল্পনা প্রস্তুত করেছে। তিনি আরও বলেন, দেশের উন্নতি ও সাফল্য বিশেষভাবে স্থিতিশীল সরকার কর্তৃক সম্ভব। আওয়ামী লীগ দেশের জনগণের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জনাব চৌধুরী তার ভাষণে জানান। জনাব মিজানুর রহমান চৌধুরী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভােট দিয়ে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, তাই এত শীঘ্রই দেশে নির্বাচন দিয়েছে বলে জনাব চৌধুরী তার ভাষণে উল্লেখ করেন।৭

রেফারেন্স: ৩ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!