সােনার বাংলায়, শোষকের কোন স্থান নেই- তাজউদ্দীন আহমদ
বাউফল, পটুয়াখালী। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ আজ এখানে বলেন যে, গত নির্বাচনে জনসাধারণ যেভাবে ৬ দফার পক্ষে ভােট দিয়েছিলাে এই নির্বাচনেও সেভাবেই তারা দেশ পুনর্গঠনের স্বার্থে বঙ্গবন্ধুর পক্ষে রায় দেবে। অর্থমন্ত্রী এখানে এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে আরও বলেন যে, বঙ্গবন্ধু জনগণের রায় অনুসারে আরও ৩ বছর ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু দেশের প্রতিটি মানুষের কল্যাণের জন্য দেশ গঠনের যে পরিকল্পনা বঙ্গবন্ধু গ্রহণ করেছেন তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন গ্রহণের উদ্দেশ্যেই জাতির পিতা এই নির্বাচন দিয়েছেন। তিনি হর্ষোফুল্ল শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীন করেছে আর একমাত্র তার নেতৃত্বেই দেশকে সােনার বাংলা রূপে গড়ে তুলতে পারে। অর্থমন্ত্রী আরও বলেন যে, সােনার বাংলায় শােষকদের কোন স্থান হবে না। দেশ এখন সাড়ে সাত কোটি মানুষের। তিনি জনগণের প্রতি কলকারখানায়, ক্ষেত-খামারে ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে মহান জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। অর্থমন্ত্রীর সভা চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলে শ্রোতারা একাগ্রভাবে শেষ পর্যন্ত তার বক্তৃতা শ্রবণ করে।২
রেফারেন্স: ১ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ