You dont have javascript enabled! Please enable it!

স্বাধীনতা নস্যাতের চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি- সৈয়দ নজরুল ইসলাম

চট্টগ্রাম। আজ সকালে এক বিরাট জনসভায় ভাষণদানকালে সৈয়দ নজরুল ইসলাম আমাদের স্বাধীনতা নস্যাতের জন্য অভ্যন্তরীণ ও বাহিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসাধারণের প্রতি সতর্কবাণী উচ্চারণ করেন এবং চক্রান্তকারীদের দুরভিসন্ধি বানচাল করার ব্যাপারে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। যাতে আওয়ামী লীগ ‘সােনার বাংলা’ গড়ে তােলার উদ্দেশ্যে বিরাট পুনর্গঠন প্রচেষ্টায় ব্রতী হতে সক্ষম হয়, সেজন্য আওয়ামী লীগের অনুকূলে ভােট দানের জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিপালিত আওয়ামী লীগ দেশের অগণিত জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটানাের জন্য বদ্ধপরিকর। কারণ তারা দেশের স্বাধীনতার জন্য অশেষ ত্যাগ স্বীকার করেছে। দেশের এই সর্বপ্রথম সাধারণ নির্বাচনকে মুজিববাদের উপর গণভােট হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, তার দল গণতন্ত্রে বিশ্বাসী। শাসনতন্ত্রে অন্তর্ভুক্তি চারটি রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রশ্নে জনসাধারণের অভিমত জানার উদ্দেশ্যে তার পার্টি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। তিনি শ্রোতামন্ডলিকে অবাধে ও নির্ভয়ে ভােটাধিকার প্রয়ােগের জন্য আহ্বান জানিয়ে বলেন যে, ন্যায়সঙ্গতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার যাবতীয় প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি পরিষ্কারভাবে বলেন যে, আওয়ামী লীগ সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে শােষণ মুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বদ্ধপরিকর। এই প্রসঙ্গে তিনি সমাজতন্ত্রের পথে প্রথম পদক্ষেপ হিসাবে সরকার কর্তৃক ব্যাংক বীমা ও বড় বড় শিল্পের জাতীয়করণের বিষয় উল্লেখ করেন।৪

রেফারেন্স: ১ মার্চ ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!