শ্রমিক কৃষকরাজ কায়েমে সরকারকে সাহায্য করুন- তাজউদ্দীন আহমদ
কাপাসিয়া। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ এখানে বলেন, জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রত্যেক লােক সমান অধিকার ভােগ করতে পারবে। এবং এ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। মন্ত্রী মহােদয় ঢাকা থেকে প্রায় ৪৫ মাইল দূরে আরাল হাইস্কুলের ময়দানে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আফতাব উদ্দিন চৌধুরী। মন্ত্রী মহােদয় তার ভাষণে বলেন, শােষণের দিন ফুরিয়ে গেছে। এবং এখন জনগণের উচিত দেশে কৃষক রাজ শ্রমিক রাজ কায়েমের জন্য সরকারকে সর্বতােভাবে সাহায্য করা। দেশে কৃষক শ্রমিকরাজ কায়েমের জন্য ৩০ লাখ লােক প্রাণ দিয়েছেন বলে মন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। জনাব তাজউদ্দীন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা জোর দিয়ে উল্লেখ করেন এবং বলেন, স্বনির্ভরশীল অর্থনীতি ছাড়া কোন দেশই প্রতিষ্ঠা লাভ করতে পারে না১১৪
রেফারেন্স: ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ