সিরাজগঞ্জ জেলায় বঙ্গবন্ধুর ভাষণ
ধ্বংসস্তৃপ একটা দেশ। আমার দুঃখ হয় যে, এত রক্তের পরেও কেন আমাদের চরিত্রের পরিবর্তন। হয়না। এখনাে মায়েদের চোখের পানি শুকায় নাই। এখনও বিধবা বােনেরা কাঁদে। এখনাে ছেলেহারা মায়েদের আর্তনাদ শােনা যায়। আর কি না এত রক্তের দাগ দেয়ালে এখনাে দেখা যায়। এখানে মাঝে মাঝে আমি কবরস্থান খুঁজে পাই। যেখানে আমার ছেলেদের হত্যা করে রাখা হয়েছে। চরিত্রের যেন পরিবর্তন হয় নাই। এখনাে চোর, এখনাে গুন্ডা, এখনাে বদমায়েশ, এখনাে লুচ্চা, এখনাে ঘুষ, এখনাে দুর্নীতি বাংলার মাটি থেকে যায় নাই। এতটা দুর্ভাগা দেশ কেমন করে হতে পারে আমি বুঝতে পারি না। আমি যুবকদের কাছে জিজ্ঞাসা করি তােমাদের তাে আমি অস্ত্র দেই নাই। তােমাদের আমি আদর্শ দিয়েছিলাম। তােমাদের আমি সংগ্রাম করতে বলেছিলাম। তােমরা সংগ্রাম করেছিলে দস্যুদের বিরুদ্ধে। তােমরা সংগ্রাম করেছিলে অস্ত্রের বিরুদ্ধে। তােমরা সংগ্রাম করতে পারাে না এই বেঈমান, মুনাফেক, মীরজাফর এই ঘুষখাের দুর্নীতিবাজদের বিরুদ্ধে? পারবা নিশ্চয়ই? পারবা, প্রয়ােজন হয় আমি হুকুম দেব। বাংলার মানুষকে আমি শান্তিতে বাস করতে দিতে চাই। বাংলার মানুষ শান্তিতে বাস করতে চায়। বাংলার মানুষ সুখে বাস করতে চায়। দেশের মানুষকে ভালােবাসতে শেখাে। দেশের মানুষকে ভালােবাসাে। এই ভালােবাসার মধ্যে কোন স্বার্থ থাকে না। তা হলে দেশের মানুষের ভালােবাসা পাবা। বক্তৃতা করিয়া ভালােবাসা পাওয়া যায় না। মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে হয়। তাহলেই মানুষ মানুষকে ভালােবাসে। আমি চাই যে, যে টাকা বিদেশ থেকে আনবাে, সেই টাকা যা আনবাে এই সাড়ে ৭ কোটি লােক বাঙালি ভাগ করে খাবে। শােষক আর বাংলার মানুষকে শােষণ করতে না পারে সে আইন আমি পাশ করে দিয়েছি। শাসনতন্ত্রে লিখে দিয়েছি কোনদিন আর শােষকরা মানুষকে শােষণ করতে পারবে না। দেশে কারখানা করে পয়দা করতে হবে। একে পয়দা করতে হবে। বেকার সমস্যা দূর করতে হবে। কৃষি বিপ্লব করতে হবে। আমি দেখতে চাই একটু জমি বাংলায় পড়ে না থাকে। সােনার বাংলা হবে এতে কোনাে সন্দেহ নাই। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। শ্রমিক ভাইদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা মনে রাখবেন এই বাংলাদেশের যা কিছু সম্পদ এই সাড়ে ৭ কোটি মানুষের। কোনাে শােষকের জায়গা এ বাংলার মাটিতে নাই। আমার দেশ স্বাধীন হয়েছে। আমার ফ্লাগ দুনিয়ায় উড়ে। ৯৯টি Country Recognition দিছে। বাংলার মানুষ মুক্ত হয়েছে। সম্পদ লুট করে খেতে পারবে না। এর চেয়ে শান্তি আমার আর কিছুই নাই।১০২
রেফারেন্স: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ