You dont have javascript enabled! Please enable it! 1973.02.26 | কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ভাষণ - সংগ্রামের নোটবুক

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ভাষণ

একদল লােক আছে যারা গরীবদের লুট করে খায়। রিলিফের মাল চুরি করে খায়। এদের আমি বাংলার মাটি থেকে উৎখাত করতে চাই। ধ্বংস করতে চাই। এরা মানুষ না। এরা মানুষের অযােগ্য। এরা পশুর চেয়েও অধম। মানুষকে ভালােবাসতে হবে। মানুষকে ভালাে না বেসে মানুষকে সেবা করা যায় না। মানুষকে ভালােবাসার মধ্যে যদি কৃপণতা আর স্বার্থ থাকে, সে স্বার্থ নিয়ে মানুষকে ভালােবাসা যায় না। আর ভালােবাসা পাওয়া যায় না। আমার দুঃখ হয় যে, আজও পাকিস্তানি বর্বররা আমাদের ৩-৪ লক্ষ বাঙালিকে আটকিয়ে রেখেছে। ওরা ছাড়ছে না। আর তারা ৩০ লক্ষ জীবন নিয়ে শান্তি পায় নাই। আমি বার বার অনুরােধ করেছি। আমি বিশ্ব দুনিয়ায় বিবেকের কাছে অনুরােধ করেছি। সমস্ত দুনিয়ায় বড় বড় নেতা ও দেশের কাছে আমি অনুরােধ করেছি এবং বলেছি তােমরা আমার বাংলার মানুষকে প্রত্যাবর্তনের বন্দোবস্ত করে দাও। আমরা ভােগ করতে না পারি কিন্তু এমন কিছু করে যাই, যাতে আমাদের ভবিষ্যৎ বংশধররা আর মানুষের কাছে হাত পাততে না হয়। ওরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে।১০৩

রেফারেন্স: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ