সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বনির্ভরতা অর্জন করুন- বঙ্গবন্ধু
সিরাজগঞ্জ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ দেশে সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান জানিয়েছেন। আজ এখানে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু ঘােষণা করেন যে, দেশের এক ইঞ্চি জায়গাও অনাবাদী থাকতে দেয়া হবে না—সব কৃষি জমিকেই চাষাধীনে আনা হবে। তিনি বলেন, পাকিস্তানি শাসকরা তাদের ২৫ বছরের শাসন আমলে বাংলার সব সম্পদ লুট করে নিয়ে গেছে। কিন্তু ওরা আমাদের আদর্শ এবং মাটিকে ছিনিয়ে নিতে পারেনি। কৃষিক্ষেত্রে যদি আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি তবে আমাদের খাদ্যের জন্যে কারাে কাছে হাত পাততে হবে না। তিনি বলেন, গত বছর বাংলাদেশ বিদেশ থেকে সাহায্য হিসেবে ৩শ ৫০ কোটি টাকা পেয়েছে। এর আগে বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়ে জনসভায় বক্তৃতা করেন যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী। জনগণকে বিপথগামী করার জন্যে যেসব লােক আবােলতাবােল কথা বলছে, বঙ্গবন্ধু তাদের তীব্র নিন্দা করেন। তাদের সম্পর্কে সজাগ থাকার জন্যে বঙ্গবন্ধু জনগণের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু বলেন যে, জনগণ তাকে যে সম্মান ও ভালােবাসা দিয়েছে তা নিয়েই তিনি মরতে চান। তিনি বলেন, জনগণের জন্যই তিনি আইয়ুব ও ইয়াহিয়া খানের প্রস্তাবিত প্রধানমন্ত্রীর পদ নেননি। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি জনগণের পূর্ণ আস্থা আছে। জবাব পেয়ে বঙ্গবন্ধু বলেন যে, নিঃস্বার্থ কাজের দ্বারাই কেবলমাত্র জনগণের আস্থা পাওয়া সম্ভব। শিল্প কারখানার উৎপাদন বাড়ানাের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, নবজাত বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঙালি হিসেবে বেঁচে থাকতে পারি। বাংলাদেশে শােষক-শােষণের কোন স্থান নেই এবং এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে সমান বলে তিনি উল্লেখ করেন।১০৬
রেফারেন্স: ২৬ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ