You dont have javascript enabled! Please enable it!

রাষ্ট্রায়ত্ত কারখানার আয় শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে–সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী বলেন যে, সবুজ বিপ্লব সাফল্য লাভ করলে কৃষি উৎপাদন বেড়ে যাবে। এবং সেই সাথে আমাদের জাতীয় উৎপাদন বাড়বে। তিনি দেশের প্রতিটি কৃষক-শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে উৎপাদন বাড়ানাের জন্য পুনরায় কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন যে, জাতীয় উৎপাদন বৃদ্ধি পেলে দেশের জনসাধারণই উপকৃত হবে। কারণ সরকার জাতীয়করণকৃত কারখানার আয় কৃষক-শ্রমিকের কল্যাণের জন্যই ব্যয় করবে। শিল্পমন্ত্রী শিল্পে উৎপাদন বাড়ানাের জন্যে সরকারের। কর্মকর্তা কলাকৌশলীদের শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে কাজ করার আহ্বান জানান। শিল্পমন্ত্রী বলেন যে, আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্যে সরকার তথা আওয়ামী লীগ সচেষ্ট রয়েছে। কিন্তু প্রতিক্রিয়াশীল চক্র এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন যে, বাংলাদেশে শুধু গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠার জন্যে আওয়ামী লীগ সংগ্রাম করেনি। এদেশে কৃষক শ্রমিক রাজ প্রতিষ্ঠার জন্যেও সংগ্রাম করেছে। শিল্পমন্ত্রী বলেন যে, বাংলাদেশের মানুষ কোন পথে যাবে তা আসন্ন নির্বাচনে এদেশের মানুষ নির্ধারণ করবে। তিনি বলেন যে, এ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়— এটি দেশের মানুষের কাছে এক জিজ্ঞাসা। কোন মতাদর্শে দেশকে গড়ে তােলা হবে সে সম্পর্কে জনগণের রায় এ নির্বাচনে প্রকাশ পাবে। তিনি বলেন যে, বঙ্গবন্ধু এ দেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তিনি জীবনকে বারবার ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েও এ দেশের জনগণের সত্যিকার মুক্তির জন্যে সংগ্রাম করেছেন। সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, আওয়ামী লীগ ভয় দেখিয়ে জনগণের নিকট থেকে ভােট পেতে চায় না। জনগণের ভালােবাসার আস্থার উপর নির্ভর করেই আওয়ামী লীগ নির্বাচন করতে যাচ্ছে। এবং এ নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতি জনগণের ভালােবাসা প্রমাণিত হবে। শিল্পমন্ত্রী সরকারের জাতীয়করণ ব্যাখ্যা করে বলেন যে, সরকার বড় বড় কলকারখানা জাতীয়করণ করে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তনের জন্যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন যে, দেশে তুলার অভাবের জন্য এতদিন কাপড়ের কলগুলি চালু করা সম্ভব হয়নি। কিন্তু বিদেশ থেকে তুলা আমদানি করে কলগুলি চালু করা হয়েছে। তিনি বলেন যে, তবু এখনও খুচরা যন্ত্রপাতির অভাবে অনেক কল চালু করা সম্ভব হয়নি। তিনি আশ্বাস দিয়ে বলেন। যে, আগামী ২ মাসের মধ্যে ঢাকেশ্বরী কটন মিলে (১ নং) সব মাকু চালু করা সম্ভব হবে।১০০

রেফারেন্স: ২৫ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!