You dont have javascript enabled! Please enable it! 1973.02.24 | আগামী ৫ বছরের মধ্যে মানুষের মাথাপিছু আয় বেড়ে যাবে- সৈয়দ নজরুল ইসলাম | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আগামী ৫ বছরের মধ্যে মানুষের মাথাপিছু আয় বেড়ে যাবে- সৈয়দ নজরুল ইসলাম

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ঘােষণা করেছেন যে, সরকারের প্রস্তাবিত পাঁচসালা পরিকল্পনা চালু হলে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় শতকরা ২০ টাকা বেড়ে যাবে। ঢাকেশ্বরী ১ নগর হাইস্কুল খেলার মাঠে আয়ােজিত এক বিশাল জনসভায় ভাষণদানকালে তিনি উপরােক্ত ঘােষণা করেন। নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত জনসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগের কোষাধ্যাক্ষ জনাব নাজিমুদ্দিন মাহমুদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব তােফাজ্জল হােসেন খান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব বজলুর রহমান, নারায়ণগঞ্জ ও বন্দর থানা এলাকা থেকে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী জনাব এ. কে. এম শামসুজ্জোহা প্রমুখ। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণে আরাে বলেন, আগামী আর্থিক বছর থেকেই এই পাঁচসালা পরিকল্পনা চালু হবে। এবং এই পরিকল্পনার অধীনে ২ হাজার শিল্প ইউনিট স্থাপন করা হবে। তিনি বলেন যে, আগামী পাঁচসালা পরিকল্পনায় শ্রমিকদের জন্য শতকরা ৫০ ভাগ বাসস্থান নির্মাণ করা হবে। এবং পরবর্তী পাঁচসালা পরিকল্পনায় এর পরিমাণ বাড়িয়ে শতকরা ১শ ভাগ করা হবে। শিল্পমন্ত্রী আরাে ঘােষণা করেন যে, বাংলাদেশ গত বছরের এপ্রিল মাসে বিদেশে পণ্য রপ্তানি করে ১শ ৯৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী আর্থিক বছরের রপ্তানি থেকে ৩শ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।৯৪

রেফারেন্স: ২৪ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ