You dont have javascript enabled! Please enable it!

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাষণ

আমাদের চরম সংগ্রাম হয়েছে। যে সংগ্রামে যে যুদ্ধে বাংলার মানুষ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে, বাংলার মানুষ কাপুরুষ নয়। বাংলার মানুষ যুদ্ধ করতে পারে। বাংলার মানুষ মাতৃভূমিকে ভালােবাসতে পারে। প্রায় ৩০ লক্ষ লােকের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। শুধু ৩০ লক্ষ লােকের জীবন যায় নাই, আমার লক্ষ লক্ষ মুক্তিযােদ্ধা জীবন দিয়েছেপঙ্গু হয়েছে। আমার লক্ষ লক্ষ মা বােন বিধবা হয়েছে। আমার লক্ষ লক্ষ মা বােন আজ বেইজ্জতি হয়েছে পশ্চিম পাকিস্তান সামরিক বাহিনীর লােকের হাতে। দুঃখের বিষয় যখন আমি জেল থেকে বের হলাম দেখলাম সিংহাসনে কিছুই নাই, পাই নাই। টাকা নাই, অর্থ নাই—চালের গুদামে চাল নাই। রাস্তাঘাট ভাঙা, রেল লাইন ভাঙা, ফ্যাক্টরী-কারখানা ভাঙা, বৈদেশিক মুদ্রা লুট, চারিদিকে হাহাকার। লক্ষ লক্ষ মা, বাচ্চা, এতিম, লক্ষ লক্ষ মা বােন বেইজ্জতি হয়েছে। লক্ষ লক্ষ ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। কোথায় পাবাে পয়সা? কোথায় পাবাে অর্থ? কি করে বাঁচাবাে আমার দেশের মানুষকে? আমি ভিক্ষার ঝুলি নিয়ে দুনিয়ার মানুষের কাছে আবেদন করলাম। দুনিয়ার মানুষ এগিয়ে এলাে। ভারতবর্ষ আমাকে দুইকোটি নব্বই মণ খাবার দিলাে। খাবার দিলাে কারণ গরীবের উপর যেনাে অত্যাচার না হয়। দুঃখী মানুষের উপর যেনাে অত্যাচার না হয়, আমার অশিক্ষিত গ্রামবাসীর উপর যেনাে অত্যাচার না হয় সেদিকে খেয়াল রেখাে। ভাইয়েরা আমার, বােনেরা আমার, আপনাদের নির্বাচন দিয়েছি। শাসনতন্ত্র দিয়েছি, জনগণকে আমি ভােট দিতে বলেছি। আপনারা আমাকে ভােট দিয়েছিলেন। একদল লােকের ফ্যাশন হয়েছে আজ কাল ভারতের বিরুদ্ধে কথা বলা, সােভিয়েতের বিরুদ্ধে কথা বলা। বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা একটা ফ্যাশন হয়ে গেছে। আবার ওই লােকগুলােই পালিয়ে যেয়ে ভারতবর্ষে আরামে খাইছে। আসার সময় ব্যাগ ভরিয়া কাপড় কিনে লইয়া আইছে। লজ্জা সরমের বালাই নাই। নেমকহারামির কোন ক্ষমা নাই। ভারতবর্ষ স্বাধীন দেশ। বাংলাদেশ স্বাধীন দেশ। তার ব্যাপারে আমি নাক গলাবাে না। আমার ব্যাপারে সে নাক গলাবে না। কিন্তু পাশাপাশি দুই বন্ধু রাষ্ট্র আমরা এক সঙ্গে বাস করবাে। আমি চাই আমার বাংলার মানুষ সুখে বাস করুক। আমি চাই আমার বাংলার মানুষ পেট ভরে ভাত খাক। আমি চাই আমার বাংলাদেশের সমস্যা দূর হােক। আমি চাই আমার বাংলাদেশ দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ সভ্য রাষ্ট্র হিসেবে দুনিয়ায় স্থান পাক।৮৬

রেফারেন্স:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!