আটক বাঙালিরা দেশে ফিরে আসবেই- বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষণা করেছেন যে, পাকিস্তানে আটক বাঙালিরা দেশে ফিরে আসবেই। তিনি বলেন, বিশ্ব বিবেকের যদি মৃত্যু না হয়ে থাকে তবে বাঙালিদের কেউ আটকে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান দুটি পৃথক জনসভায় ভাষণ দানকালে এ কথা বলেন। বঙ্গবন্ধু আরাে বলেন যে, বাংলার মাটিতে আর কোন শােষকের জন্ম হবে না। রাষ্ট্রায়ত্ত নীতির মাধ্যমে শােষকের আত্মপ্রকাশের পথ চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। কিছু সংখ্যক লােক বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলাের বিরুদ্ধে কুৎসা রটনার অপপ্রয়াসে লিপ্ত হয়ে বাংলাদেশের সাথে বন্ধু রাষ্ট্রগুলাের সম্পর্কে ফাটল ধরানাের চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, তাদের স্পর্ধা কোন দিন সফল হবে না। এদেশের মানুষ সর্বশক্তি দিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবেই।৮৭
রেফারেন্স: ২৩ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ