You dont have javascript enabled! Please enable it! 1973.02.20 | বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য

আমুয়া, বরিশাল। ভূমি প্রশাসন ও ভূমি রাজস্ব মন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবত আজ এখানে বলেন যে, যুদ্ধ বিক্ষত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার জন্যে বিশ্বের দরবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদাকে বাড়িয়ে তােলা একান্ত ভাবে অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য। তেমনিভাবে বিগত ২৪ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ নিজেকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করেছে। এবং তারাই দেশের সাড়ে ৭ কোটি মানুষের সুখ-দুঃখের চির সাথী হিসেবে জনতার সাথে মিশে গিয়েছে। তিনি কাঠালীয়া-ভান্ডারিয়া এলাকা থেকে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী জনাব মইনুল হােসেনের নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন। জনাব সেরনিয়াবত জনগণকে তাদের ভােটের মাধ্যমে রাষ্ট্রীয় ৪ নীতি তথা মুজিববাদ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার আহ্বান জানান। সভায় জনাব মইনুল হােসেনও ভাষণ দেন।৭৭

রেফারেন্স: ২০ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ