বাকেরগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ
বাংলার মানুষ বহু কষ্ট করেছে। জীবনভর কষ্ট করছে। যুগ যুগ ধরে কষ্ট করেছে। লক্ষ লক্ষ লোেক বেকার। লক্ষ লক্ষ মুক্তিযােদ্ধা আজ পর্যন্ত আমি তাদের চাকুরী দিতে পারি নাই। কোথা থেকে দেবাে? কীভাবে দেবাে? কোথায় পয়সা পাবাে? ভিক্ষা করে আনতে হয়। গতবার সাড়ে ৩শ কোটি টাকা আমাকে বিদেশ থেকে ভিক্ষা করে আনতে হয়েছে। সাত কোটি আট কোটি মণ খাবার আমার বিদেশ থেকে আনতে হয়েছে। ভারতবর্ষ আমাকে ২ কোটি ৯০ লক্ষ মণ খাবার দিয়েছে। নাহলে বাংলার মানুষকে আমি বাঁচাতে পারতাম না। এ বছর যে কি হবে ১৯৭০ সালের বন্যা সাইক্লোন, ১৯৭১ সালের যুদ্ধ। কোটি কোটি মানুষ বাংলাদেশ ত্যাগ করে চলে গেলাে। আর মানুষ পালাইয়া বেড়ালাে। ঘর-বাড়ি জ্বালিয়ে দিল। আর এই বছর অনেকদিন বৃষ্টি হয় নাই।৭৩
রেফারেন্স:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ