নির্বাচন বয়কট করে লাভ নেই- তাজউদ্দীন আহমদ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ রােববার বলেন, কোন দল যেকোন অজুহাতে নির্বাচন বয়কট করুক না কেন নির্বাচন কেন্দ্রে ব্যালট বাক্সই প্রমাণ করবে শতকরা কত ভাগ লােক তাদের পিছনে রয়েছে। জনাব তাজউদ্দীন আহমদ গত রােববার সাভারের আশুলিয়া হাইস্কুল ময়দানে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোন হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সবরকম প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ উপযােগী পরিবেশ সৃষ্টির নিশ্চয়তা দিয়েছে। জনাব তাজউদ্দীন আহমদ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্যে সর্বশক্তি নিয়ােগ করার ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দল ও দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন করতে চায়— আসন্ন নির্বাচনের মাধ্যমে তা বিশ্বকে আবার দেখিয়ে দেবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত জেনে নির্বাচনের দিন জনগণের ঘরে বসে থাকা ঠিক হবে না। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে গিয়ে প্রত্যেকেরই তাদের মূল্যবান ভােট দেয়া। উচিত। জনাব তাজউদ্দীন আহমদ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন কাজে কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়ােজন বলে মনে করেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তার নেতৃত্ব দিবেন।৭৬
রেফারেন্স: ১৯ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ