You dont have javascript enabled! Please enable it! 1973.02.16 | পুনর্গঠন কাজে ওরা আত্মনিয়ােগ করবে- বঙ্গবন্ধু | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

পুনর্গঠন কাজে ওরা আত্মনিয়ােগ করবে- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম রজত জয়ন্তী পালন উপলক্ষে এক বাণীতে জোয়ানদের অভিনন্দিত করেন ও আশা প্রকাশ করেন যে, দেশের পুনর্গঠন কাজে তারা আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করে যাবেন। প্রধানমন্ত্রী বলেন, ১৫ ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। ১৯৪৮ সালের এই দিনেই বাংলার ছেলেদের নিয়ে গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোয়ানরা বহু বাধা বিপত্তি সত্ত্বেও সাহসিকতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন। তারা বাঙালিদের সম্মানের উচ্চ শিখরে বসিয়েছেন। বীর বাঙালি জোয়ানরা বাংলাদেশের মুক্তির সংগ্রামে পাকিস্তানি দখলদার বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। তাদের বীরত্বের কথা জাতি চিরদিন স্মরণ করবে। বঙ্গবন্ধু সীমান্তের চোরাচালানী বন্ধের সফলতার কথা উল্লেখ করে বলেন, এ ব্যাপারে সেনাবাহিনী সর্বস্তরের জনগণের শ্রদ্ধা পেয়েছে। আমাদের বিশ্বাস তারা আগের মতই তাদের গৌরবােজ্জ্বল অতীতকে অক্ষুন্ন রাখবে। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রজত জয়ন্তী উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।৬২

রেফারেন্স: ১৬ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ