হিংসার পথে রাজনৈতিক ফায়দা উঠাতে দেয়া হবে না- তাজউদ্দীন আহমদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ আজ দুষ্কৃতিকারীদের কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হিংসাত্মক কার্যকলাপ ও ভয় দেখানাের কোনাে অপচেষ্টা সহ্য করা হবে না। স্থানীয় হাইস্কুল ময়দানে এক জনসভায় ভাষণদান প্রসঙ্গে তিনি বলেন, দুষ্কৃতিকারী অর্থে তিনি পাকিস্তানি শাসকদের বােঝাতে চাচ্ছেন না। তিনি বলেন, বিরােধী রাজনৈতিক দলগুলাের গণতান্ত্রিক অধিকার সরকার স্বীকার করবে। তাদের শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তিনি পরামর্শ দেন। তবে তিনি বলেন, যারা রাজনৈতিক বিরােধীদের ভয় দেখানাের জন্য গুপ্তহত্যা ও হিংসাত্মক ক্রিয়াকলাপে লিপ্ত হয়, তারা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাদের অব্যাহতি দেয়া হবে না। তাদের নস্যাৎ করার জন্য তিনি সকলের সহযােগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় ভারত ও সােভিয়েত সাহায্যের কথা। কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। কিছু সংখ্যক লােক ভারত বিরােধী প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এবং এরা ব্যর্থ হবে। উত্তরাঞ্চলের সেচ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তব কারণে সেচ খালগুলােতে পানি পাওয়া যায়নি। এই এলাকায় নলকূপ স্থাপন করা হবে। সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ড. আহসাবুল হক সভাপতিত্ব করেন।৫৯
রেফারেন্স: ১৫ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ