You dont have javascript enabled! Please enable it!

আজ থেকে বঙ্গবন্ধুর জনসংযোেগ সফর শুরু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ (সােমবার) সকাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহে তাঁর দুদিনব্যাপী জনসংযােগ সফর শুরু করবেন। বঙ্গবন্ধুর এই জনসংযােগ সফরকালে তাঁর সঙ্গে থাকবেন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ। এই দুদিনব্যাপী সফরকালে বঙ্গবন্ধু দুটি জেলার ৫টি জনসভায় ভাষণ দান করবেন। আজ সকালে হেলিকপ্টার যােগে বঙ্গবন্ধু টাঙ্গাইল যাবেন। এবং সকাল ১০ টায় সেখানে আয়ােজিত এক জনসভায় বক্তৃতা দান করার পর বেলা ১২ টায় জামালপুরের এক গণসমাবেশে ভাষণ দান শেষে ময়মনসিংহ যাত্রা করবেন। ময়মনসিংহ পৌছানাের পর বেলা ৩ টায় সেখানে আয়ােজিত তার সফরের তৃতীয় জনসভায় ভাষণ দান করবেন এবং রাত্রে তিনি ময়মনসিংহ অবস্থান করবেন। ময়মনসিংহে রাত্রি যাপনের পর বঙ্গবন্ধু আগামীকাল (মঙ্গলবার) সকালে নেত্রকোনা যাবেন। নেত্রকোনা অবতরণের অব্যবহিত পরপরই বঙ্গবন্ধু হযরত শাহ সুলতানের মাজার জিয়ারত করবেন। এবং বেলা ১২টায় আয়ােজিত এক জনসভায় ভাষণদান শেষে কিশােরগঞ্জ রওয়ানা হবেন। কিশােরগঞ্জে কাল অপরাহ্নে আয়ােজিত এই সফরসূচির শেষ জনসভায় ভাষণ দান শেষে বঙ্গবন্ধু রাজধানীতে ফিরে আসবেন।৪৩

রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!