বঙ্গবন্ধু— ওয়ার্ল্ড হেইম বৈঠক
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতিসংঘ মহাসচিব ড. কুর্ট ওয়ার্ল্ড হেইমের মধ্যে বিকেলে প্রায় ১ ঘণ্টা ধরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এটা ছিল উভয়ের মধ্যকার শেষ বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবনে বঙ্গবন্ধু প্রদত্ত ভােজসভার পর এই আলােচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
সামাদ-ওয়াল্ড হেইম বৈঠক : বঙ্গবন্ধুর সাথে ওয়ার্ল্ড হেইমের বৈঠকের আগে পররাষ্ট্র মন্ত্রী জনাব আব্দুস সামাদ ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে প্রায় ৩০ মিনিট স্থায়ী এক আলােচনা অনুষ্ঠিত হয়। পরে জনাব সামাদ সাংবাদিকদের কাছে জানান যে, উপমহাদেশের সমস্যাবলি বিশেষত পাকিস্তানে আটক বাঙালিদের সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের সহানুভূতিসম্পন্ন মনােভাব রয়েছে। ওয়ার্ল্ড হেইমকে বাংলাদেশের একজন বন্ধু হিসেবে অভিহিত করে জনাব সামাদ বলেন যে, এই এলাকার মানবীয় বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি সহানুভূতিশীল। এখানে উল্লেখ করা যেতে পারে যে, পূর্বাহ্নে বাংলাদেশ প্লানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নূরুল ইসলাম ওয়াল্ডহেইমের সাথে সাক্ষাৎ করেন।৩৫
রেফারেন্স: ১০ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ