বিজ্ঞান গবেষণার ফল জাতির কল্যাণে প্রয়ােগ করুন-সৈয়দ নজরুল ইসলাম
বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বিজ্ঞানী বা পন্ডিতদের গবেষণালব্ধ কাজ কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে জাতির উন্নতি ও কল্যাণের জন্য বাস্তব জীবনে প্রয়ােগের প্রতি গুরুত্ব দেয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব ইসলাম শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগ কর্তৃক আয়ােজিত ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী সভায় উক্ত আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গণে আয়ােজিত এই উদ্বোধনী সভায় শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের। ডীন ড. আজিজুল হক, এছাড়া বক্তৃতা করেন ড. খােরাসানী ও বদরুদ্দোজা প্রমুখ।
জনাব নজরুল ইসলাম তাঁর ভাষণে বলেন যে, বিজ্ঞানীদের গবেষণার ফল ব্যবহারিক জীবনে কাজে না লাগালে সমাজের উন্নতি হওয়া সম্ভব নয়। তাই সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে বিজ্ঞানকে সর্বস্তরের কাজে লাগানাের জন্য তিনি গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, বিজ্ঞানী ও গবেষকদের সম্পর্কে সরকার ওয়াকেফহাল রয়েছে। তাদের অধিক সুযােগ সুবিধার ব্যবস্থাও করা হচ্ছে।৩৬
রেফারেন্স: ১০ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ