রক্ষী বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হবে
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান দৃঢ়তার সাথে ঘােষণা করেন যে, কোন অবস্থায়ই জাতীয় রক্ষী বাহিনীকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে নেয়া হবে না। বৃদ্ধ রাজনীতিক মওলানা ভাসানীর অপরাজেয় দুর্গ বলে কথিত সন্তোষের এক জনসভায় বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, দুষ্কৃতিকারী ও সমাজবিরােধী দুরাচারদের উৎখাত করার কাজে প্রশাসনকে সাহায্য করতে জাতীয় রক্ষী বাহিনী নিয়ােগ করা হয়েছে। তারা এরূপ সাফল্যের সাথে কাজ করছে যে, জনগণ তাদের প্রতি খুশি এবং সরকার অনেক জায়গা থেকে জাতীয় রক্ষী বাহিনী নিয়ােগ করার অনুরােধ পাচ্ছে। জনাব মান্নান বলেন যে, জাতীয় রক্ষী বাহিনী তুলে নেবার দাবি কেবল মাত্র দুষ্কৃতিকারী কার্যকলাপের সহযােগিতা করার জন্য করা হয়েছে। এবং দুষ্কৃতিকারীদের পক্ষে এরূপ দাবি উত্থাপকদের লজ্জিত হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উল্লেখ করে বলেন যে, কোনাে অবস্থায়ই দেশের আইন-শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি সহ্য করা হবে না।৩৩
রেফারেন্স: ৯ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ