You dont have javascript enabled! Please enable it!

২৮৯টি আসনের জন্য ১০৮০ জন প্রার্থী, ১২৩ জন নাম প্রত্যাহার করেছেন

বৃহস্পতিবার ছিল রক্তস্নাত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের মনােনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই দিনটি অতীত হয়ে যাওয়ার সাথে নির্বাচনের একটি অধ্যায়ের শেষ হলাে। আজ থেকে শুরু হবে নির্বাচনী প্রচার অভিযান। বিভিন্ন দল স্ব-স্ব নির্বাচন প্রার্থীদের সপক্ষে প্রচারে নেমে যাবে এক বুক আশা নিয়ে। ১ মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলাের মধ্যে দুলবে আশা-নিরাশার দোলা। বৃহস্পতিবার নির্বাচনী প্রতিযােগিতা থেকে ১২৩ জন প্রার্থী মনােনয়ন প্রত্যাহার করে নেয়ার পর সর্বমােট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮০ জন। আর জাতীয় সংসদের আসন সংখ্যা হলাে ৩০০। তার মধ্যে প্রতিযােগিতা হবে ২৮৯টি আসনে। উল্লেখযােগ্য যে, ইতােপূর্বে বঙ্গবন্ধুর দুটো আসনের সাথে আরাে ৯ টি আসন আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজশাহী-১১ নির্বাচন এলাকা থেকে ত্রাণ মন্ত্রী জনাব কামারুজ্জামন ও ময়মনসিংহ-১৩ এলাকার জনাব রফিক উদ্দিন ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে আওয়ামী লীগের ১০ জন প্রার্থী ইতােমধ্যে নির্বাচিত হয়ে গেলেন। বাংলাদেশ আওয়ামী লীগের যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা হলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, জনাব ওবায়দুর রহমান ও জনাব মােতাহার উদ্দিন।২৮

রেফারেন্স: ৮ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!