You dont have javascript enabled! Please enable it!

সমাজতন্ত্রে উত্তরণের জন্যে প্রকৃত সেবক হিসেবে কাজ কর

বাকেরগঞ্জ। ভূমি রাজস্ব মন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবত সমাজতন্ত্রে উত্তরণের জন্যে ছাত্র সমাজকে প্রকৃত সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন যে, স্বাধীনতা সংগ্রামে এ দেশের ছাত্রসমাজ যেমন নির্ভীক সেনানীর ভূমিকা গ্রহণ করেছিল, দেশ থেকে ক্ষুধা, দারিদ্র ও অভাব দূর করে এদেশের বুকে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্যেও ছাত্রদের তেমনি ভূমিকা গ্রহণ। করতে হবে। আজ স্থানীয় হাতেম আলী কলেজে এক সম্বর্ধনা সভায় মন্ত্রী মহােদয় ভাষণদানকালে একথা বলেন। জনাব সেরনিয়াবত ছাত্রদের উদ্দেশে আরও বলেন যে, বঙ্গবন্ধু চিরদিন এদেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে তােলার স্বপ্ন দেখেছেন। তার আদর্শ অর্থাৎ রাষ্ট্ৰীয় চারনীতি তথা মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক হবে। তিনি এ ব্যাপারে দেশের ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা নেয়ার উদাত্ত আহ্বান জানান। নকল প্রবণতার বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে জনাব সেরনিয়াবত বলেন যে, যারা নকল করে পরীক্ষায় পাশ করতে চায়, তাদের দ্বারা কোনদিনই সমাজতন্ত্র কায়েম হবে না। নকলের বিরুদ্ধে জনমত গড়ে তােলার জন্য তিনি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের তৎপর হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নকল করে যারা আসল। মানুষ হতে চায় তারা কখনও তা হতে পারে না। তারা নকল মানুষই থেকে যায়। এই নকল দিয়ে। দেশের কোন কাজ হবে না। ফলে দেশের কাজ চালানাের জন্য অন্যান্য পণ্যের মত মানুষও আমদানি করতে হবে। এতে কোনােক্রমেই দেশের মর্যাদা বাড়বে না বরংহাস পাবে। পূর্বাহ্নে তিনি হাতেম আলী কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সন্ধ্যায় তিনি বরিশাল নৈশ কলেজে স্নাতকোত্তর কোর্সে ভাষণ দেন। বক্তৃতাকালে তিনি বলেন যে, সরকার গণমুখী শিক্ষা ব্যবস্থা চালুর জন্যে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকার এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করবে, যার ফলে দেশের সকল শ্রেণির মানুষ অনায়াসে শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করার আহ্বান জানান। উক্ত সভায়। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নানও ভাষণ দেন। তিনি বঙ্গবন্ধুর পথ ধরে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।২০

রেফারেন্স: ৬ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!