You dont have javascript enabled! Please enable it!

চট্টগ্রামের মর্মান্তিক ঘটনায় কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ- বঙ্গবন্ধু

চট্টগ্রামের আর আর জুট মিলের নির্মম ও করুণ হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি দানের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নির্দেশ দেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকরি করার জন্য জাতির জনক মন্ত্রি সভার কয়েকজন সদস্যকে অবিলম্বে ঘটনাস্থলে যেতে বলেছেন। শ্রম মন্ত্রী জনাব জহুর আহমেদ চৌধুরী বর্তমানে চট্টগ্রাম রয়েছেন। তিনি স্থানীয় শ্রমিক লীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথাকার শ্রমিকদের সাথে আলাপ-আলােচনা করেন বলে জানা গেছে। শ্রমিক লীগ নেতা জনাব আব্দুর রহমানও ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে চট্টগ্রামে ফিরে এসে তারা টেলিফোনযােগে বঙ্গবন্ধুকে ঘটনার বিবরণ জানান। বঙ্গবন্ধু সারাক্ষণ এই ব্যাপার নিয়ে ব্যস্ত থাকেন এবং ঘটনার উৎপত্তি সম্পর্কিত প্রাপ্ত খবরাখবর পর্যালােচনা করে উপরােক্ত নির্দেশ দেন। বঙ্গবন্ধু তার নির্দেশে বলেন যে, এই মর্মান্তিক ঘটনার সাথে যারা জড়িত, যারা এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা যে কোন দলের বা মতেরই হােক না কেন, অবিলম্বে তাদের খুঁজে বের করে চরম শাস্তি দিতে হবে। এখানে উল্লেখযােগ্য যে, গত রােববার রাতে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী আকস্মিকভাবে আর আর জুট মিলের শ্রমিক কলােনীতে হামলা চালিয়ে বেপরােয়াভাবে গুলি বর্ষণ করে। ফলে ঘটনাস্থলে ৯ জন এবং হাসপাতালে আরও তিন জনের মৃত্যু ঘটে। গতকাল এখানে প্রাপ্ত খবরে জানা গেছে যে, হাসপাতালে আরাে তিন জন আহত গতকাল । প্রাণত্যাগ করেছেন। দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার জন্যে পুলিশ ও রক্ষী বাহিনীকে কাজে লাগানাে হয়েছে। তারা গতকাল আরও ৪ ব্যক্তিকে এই সন্দেহে গ্রেফতার করেছে। আজ বুধবার মন্ত্রীপরিষদের কয়েকজন সদস্য চট্টগ্রাম যাত্রা করবেন বলে জানা গেছে।২১

রেফারেন্স: ৬ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!