You dont have javascript enabled! Please enable it!

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

ভােলা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ আজ এখানে এক বিরাট জনসভায় বলেন যে, বঙ্গবন্ধু এতদঞ্চলের জনগণের প্রতি প্রগাঢ় ভালবাসা ও গরীব জনতার কল্যাণে উদগ্রীব বিধায় এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থির করেছেন। তিনি বলেন যে, লালমােহন ও বােরহান উদ্দিনের জনগণ উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বঙ্গবন্ধু এই অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বীকৃত হওয়ায় এখানকার জনগণ জাতির পিতার কাছে কৃতজ্ঞতা জানান। বঙ্গবন্ধুর এ সিদ্ধান্ত গরীব জনসাধারণের প্রতি তার ভালােবাসার নিদর্শন। ভােলাবাসীর অনুরােধ রক্ষা করায় জনাব তােফায়েল আহমেদ জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে, যখন ঘূর্ণিঝড় ও গােরকীতে ভােলা বিধ্বস্ত হয়েছিল তখন বঙ্গবন্ধু জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে এসেছিলেন। জাতির জনক ভােলার মানুষের দুঃখ দেখে মর্মাহত হয়েছিলেন। জনাব তােফায়েল পুনরায় দৃঢ়তার সাথে বলেন যে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, কিছুসংখ্যক অশুভ শক্তি তাদের বৈদেশিক মুরুব্বির প্ররােচনায় নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। কতিপয় দুষ্কৃতিকারী আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কর্মীদের গুপ্তহত্যা করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে, দেশের শত্রুরা জাতির পিতার সুনাম নষ্ট করার অপচেষ্টায় মেতেছে। শত্রুরা এটা করে বঙ্গবন্ধু বিদেশ থেকে যে সাহায্য আনছেন তা বন্ধ করার চেষ্টা করছে। জনাব তােফায়েল বলেন যে, আওয়ামী লীগ কোন দিন জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে নি এবং তিনি আওয়ামী লীগের পক্ষে ভােট দেয়ার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান।”

রেফারেন্স: ৩ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!