আইনমন্ত্রী সকাশে বৃটিশ সংসদ সদস্য
বাংলাদেশ সফররত বৃটিশ সংসদ সদস্য ও বর্ণবৈষম্য ও বহিরাগত বাছাই কমিটির চেয়ারম্যান মি. উইলিয়াম ডিডস আশ্বাস দিয়ে বলেছেন, বহিরাগত সম্পর্কিত বৃটিশ নয়া আইন বৃটেনে বসবাসকারী বাঙ্গালীদের অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না। শনিবার সকালে সফররত সাত সদস্য বিশিষ্ট কমিটি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হােসেনের সাথে সাক্ষাৎকালে মন্ত্রীকে এই আশ্বাস দেন। বৃটিশ হাইকমিশনার মি. এ, এ, ওলডসও সেখানে উপস্থিত ছিলেন। কমিটির চেয়ারম্যান বাসসকে জানান যে, বৃটিশ নয়া বহিরাগত আইন বৃটেনে বসবাসকারী বাঙালিদের অবস্থানের কোনাে পরিবর্তন ঘটাবে না। তিনি আরাে বলেন, বৃটেনে অবস্থানরতদের পােষ্যরা যদি তাদের অভিভাবকদের সাথে বসবাস করতে চায় তাহলে তাদের বেলায়ও নয়া আইন প্রযােজ্য হবে না। মি. ডিডস বলেন, নয়া আইন শুধু নতুনদের বেলায় প্রযােজ্য হবে। তিনি মন্ত্রীর সাথে জাতীয়তা, আইন ও পারস্পরিক বিষয়াদি নিয়ে আলােচনা করেন। মন্ত্রীর সাথে তাদের আলােচনা আশাপ্রদ ও বন্ধুত্বপূর্ণ হয়েছে। কমিটি মন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন যে, কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের নাগরিকদের মতাে বাঙালিরাও বৃটেনে বাস করতে থাকবে।১৫
রেফারেন্স: ৪ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ