You dont have javascript enabled! Please enable it! 1973.02.02 | আওয়ামী লীগ নির্বাচনে মুজিববাদ সম্পর্কে জনতার রায় চায় | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ নির্বাচনে মুজিববাদ সম্পর্কে জনতার রায় চায়

ভৈরব বাজার। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেন যে, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মুজিববাদের উপর জনগণের রায় চায়। আজ স্থানীয় বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি দেশে সমাজতন্ত্র কায়েম করতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভােট দানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল এবং জনগণের আশা আকাংখার বাস্তবায়নে দেশে কৃষকশ্রমিক রাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে। জনাব জিল্লুর রহমান বলেন যে, কেবলমাত্র মুজিববাদই মেহনতি মানুষের অর্থ কষ্ট দূর করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। তাই আ’লীগের দায়িত্ব এবং সেই সঙ্গে প্রথম সংসদের ভূমিকা বিবেচনা করে প্রার্থী বাছাইয়ের কাজে বিশেষ যত্ন নেওয়ার প্রয়ােজন দেখা দিয়েছিল। জনাব শেখ মণি বলেন, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে সংসদীয় মনােনয়ন দানে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ায় সমগ্র জাতি আজ আনন্দিত। আওয়ামী লীগের ইতিহাস আমাদের সংগ্রামী জনতার ইতিহাস। আমাদের রাজনৈতিক সংগ্রামের প্রত্যেক পর্যায়ে এবং প্রত্যেক পদক্ষেপে আওয়ামী লীগ এক অপূর্ব অবদান রেখেছে। আমাদের প্রত্যেকাটি সমস্যার বঙ্গবন্ধু সঠিকভাবে সমাধান দিয়েছেন। প্রত্যেক পর্যায়ে আওয়ামী লীগ যােগ্য ও সক্ষম কর্মী তৈরি করেছে। যারা অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের শক্তিকে ঐক্যবদ্ধ করেছে, জনগণের চেতনা বােধের উৎকর্ষ সাধন এবং আমাদের জাতীয় ও রাজনৈতিক সংগ্রামের জন্য শক্তির যােগান দিয়ে এসেছে। শেখ মণি বলেন যে, জাতির জন্য এটা খুব শুভ সংবাদ যে, মনােনীত প্রার্থীর তালিকায় সমাজের সর্বক্ষেত্রের লােক যেমন, শ্রমিক, ছাত্র, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সকল রকমের লােকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যুব লীগ নেতা বলেন আমাদের সামনে আজ বিরাট দায়িত্ব। মুজিববাদ প্রতিষ্ঠার দায়িত্ব আজ আমাদের সামনে। সর্বোপরি সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে সুসংহত করার গুরুদায়িত্ব বর্তিয়েছে আমাদের উপর এবং এটা কেবল সম্ভব শুধু বঙ্গবন্ধুর নেতৃত্বে। অতঃপর আমি জনসাধারণ, দেশের যুব সম্প্রদায় এবং বিশেষ করে আওয়ামী যুব লীগের সদস্যদের প্রতি আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত প্রার্থীদের সমর্থন দানের জন্য আবেদন জানচ্ছি।৫

রেফারেন্স: ২ ফেব্রুয়ারি ১৯৭৩, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ