You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী লীগের মনােনয়ন

সততা, জনপ্রিয়তা, যােগ্যতা, দেশ ও মানুষের জন্যে ত্যাগ ও তিতিক্ষার নিরিখে দেশের সব শ্রেণির মানুষের মধ্য থেকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনােনয়ন দেওয়া হয়। সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দেশের মনােনয়ন তালিকা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলার মানুষ আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেখে খুশী হবে। জনাব জিল্লুর রহমান সাংবাদিক সম্মেলনে জানান যে, ৩শ আসনের জন্য ৩ জন মহিলাসহ ২ হাজার ১শ ৫১ জন মনােনয়ন আবেদন করেছিলেন। আবেদনকারী মহিলাদের মনােনয়ন দেয়া হয়নি। জনাব রহমান ২৯৯টি আসনের মনােনয়ন ঘােষণা করেন। বাকেরগঞ্জ-৪ সম্পর্কে কোনাে সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এই আসনে মনােনয়নের দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে তিনি বলেন।
বঙ্গবন্ধুর আসন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মােট ৩ টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনােনীত হয়েছেন। এই আসনগুলি হচ্ছে ঢাকা—১২ (সুত্রাপুর কোতয়ালী), ঢাকা-১৫ (তেজগাঁর কিছু অংশ ও গুলশান এবং ফরিদপুর-১১ (গােপালগঞ্জ)। মন্ত্রীদের মধ্যে ডাক ও তার মন্ত্রী মােল্লা জালাল উদ্দিন ছাড়া সবাই মনােনয়ন লাভ করেছেন। কিছুদিন আগে হৃদরােগে আক্রান্ত মােল্লা জালাল উদ্দিন চিকিৎসকের পরামর্শে তার মনােনয়নের আবেদন প্রত্যাহার করেন। তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে গােপালগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরােধ করেছেন বলে জনাব জিল্লুর রহমান প্রকাশ করেন। মন্ত্রীদের মধ্যে জনাব কামারুজ্জামান ও জনাব আব্দুস সামাদ দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনাব কামারুজ্জামানের আসন হলাে রাজশাহী ১০ ও রাজশাহী ১১ এবং জনাব সামাদের আসন হলাে সিলেট-২ ও সিলেট-৪।
৯২ জন নতুন : জনাব জিল্লুর রহমান প্রকাশ করেন যে, দলের মনােনয়ন লাভের জন্য যে নতুন প্রার্থী আবেদন করেছিলেন, তাদের মধ্যে ৯২ জনকে মনােনয়ন দান করা হয়েছে। আওয়ামী লীগ সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা বাসস জানাচ্ছে যে আবেদনকারীদের মধ্যে যারা মনােনয়ন পাননি তারা স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে সুযােগ লাভ করবেন। অর্থাৎ এদের মধ্য থেকে জেলা গভর্নর ও থানা প্রশাসক নির্বাচন করা হবে। নিম্নে আওয়ামী লীগের মনােনীত প্রার্থীদের জেলা ওয়ারী নাম দেওয়া হলাে :
রংপুর : রংপুর-১ জনাব আব্দুর রউফ; রংপুর-২ জনাব আফসার আলী আহমেদ; রংপুর-৩ মাে. জনাব আলী; রংপুর-৫ জনাব আবিদ আলী; রংপুর-৬ জনাব করিমুদ্দিন আহমদ; রংপুর-৮ মাে. সিদ্দিক হােসেন; রংপুর-৯ মাে. আবদুল আওয়াল; রংপুর-১০ জনাব হামিদুজ্জামান সরকার; রংপুর- ১১ জনাব মতিয়ুর রহমান; রংপুর-১২ জনাব শামসুল হক চৌধুরী; রংপুর-১৩ জনাব রিয়াজউদ্দিন আহমেদ; রংপুর-১৪ জনাব মাে. আবুল হােসেন; রংপুর-১৫ শ্রী কানাই লাল সরকার; রংপুর ১৬ জনাব মাে. সাদাকাত হােসেন; রংপুর—১৭ জনাব মাে. শামসুল হােসেন সরকার; রংপুর -১৮ জনার। মাে. আবু তালেব মিয়া; রংপুর-১৯ জনাব মাে. লুত্যর রহমান; রংপুর-২০ জনাব মাে. ওয়ালিউর রহমান; রংপুর-২১ জনাব শাহ জাহাঙ্গীর কবির; রংপুর-২২ জনাব মাে. তােফাজ্জল হােসেন।
দিনাজপুর : দিনাজপুর-১ জনাব কমরুদ্দিন আহমেদ মােখতার; দিনাজপুর-২ জনাব মাে. সিরাজুল ইসলাম; দিনাজপুর-৩ জনাব মাে. ফজলুল করিম; দিনাজপুর-৪ জনাব আলী আকবর; দিনাজপুর-৫ জনাব মাে. আবদুল হক; দিনাজপুর-৬ জনাব মাে. ইউসুফ আলী; দিনাজপুর-৭ জনাব আমজাদ হােসেন; দিনাজপুর৮ জনাব শাহ মাহতাব আহমেদ; দিনাজপুর-৯ সরদার মােশারফ হােসেন; দিনাজপুর-১০ জনাব আব্দুল লতিফ।
বগুড়া : বগুড়া-১ ড. মফিজ চৌধুরী; বগুড়া-২ জনাব কছিমউদ্দিন আহমদ; বগুড়া-৩ জনাব হাসান আলী; বগুড়া-৪ জনাব মােজাফফর হােসেন; বগুড়া-৫ জনাব মােস্তাফিজুর রহমান; বগুড়া-৬ জনাব সিরাজুল ইসলাম (সুরুজ); বগুড়া-৭ জনাব আমানুল্লাহ খান; বগুড়া-৮ এ কে মজিবুর রহমান; বগুড়া-৯ হাসেম আলী খান।
রাজশাহী : রাজশাহী-১ ড. মইনুদ্দিন আহমদ; রাজশাহী-২ জনাব মােহাম্মদ খালেদ আলী মিয়া; রাজশাহী-৩ ড. এ এ এম মিসবাহুল হক; রাজশাহী-৪ জনাব শাহ সিরাজুল ইসলাম চৌধুরী; রাজশাহী-৫ জনাব সরদার মােহাম্মদ জাহাঙ্গীর; রাজশাহী-৬ জনাব মােহাম্মদ আতউর রহমান তালুকদার; রাজশাহী-৭ জনাব মাে. ইমাজুদ্দীন প্রামাণিক; রাজশাহী-৮ জনাব মাে. আব্দুল জলিল; রাজশাহী-৯ জনাব মাে. বায়তুল্লাহ; রাজশাহী-১০ এ এইচ এম কামারুজ্জামান; রাজশাহী-১১ এ এইচ এম কামারুজ্জামান; রাজশাহী-১২ সরদার আমজাদ হােসেন; রাজশাহী-১৩ শাহ মােহাম্মদ জাফরুল্লাহ; রাজশাহী-১৪ আলাউদ্দিন; রাজশাহী-১৫ জনাব মাে. সাইফুল ইসলাম; রাজশাহী-১৬ জনাব আশরাফুল ইসলাম; রাজশাহী-১৭ জনাব মাে. রফিকুদ্দীন সরকার।
পাবনা : পাবনা-১ এম মনসুর আলী; পাবনা-২ সৈয়দ হায়দার আলী; পাবনা-৩ জনাব রওশানউল হক; পাবনা-৪ দবিরউদ্দিন আহমেদ; পাবনা-৫ জনাব আব্দুল মুমিন তালুকদার; পাবনা৬ অধ্যক্ষ আবুবকর সিদ্দিকী; পাবনা-৭ জনাব মাে. আব্দুল রাজ্জাক (মুকুল); পাবনা-৮ অধ্যাপক আবু সাইয়িদ; পাবনা-৯ জনাব তফিজউদ্দিন আহমেদ; পাবনা-১০ অধ্যক্ষ মােজ্জাম্মেল হক, সমাজি; পাবনা-১১ জনাব মহিউদ্দিন আহমদ; পাবনা-১২ জনাব মাে. আব্দুর রব।
কুষ্টিয়া : কুষ্টিয়া-১ জনাব আজিজুর রহমান আক্কাস; কুষ্টিয়া-২ জনাব রউফ চৌধুরী; কুষ্টিয়া-৩ জনাব আমিরুল ইসলাম; কুষ্টিয়া-৪ জনাব মাে. গােলাম কিবরিয়া; কুষ্টিয়া-৫ জনাব মাে. শহিদুদ্দীন; কুষ্টিয়া-৬ জনাব বাদল শহীদ; কুষ্টিয়া-৭ জনাব আসহাবুল হক।
যশাের : যশাের-১ ড. মাে. খাদিমুল ইসলাম; যশাের-২ নুরে আলম সিদ্দিকী; যশাের-৩ এ, কে, এম, এ আজিজ; যশাের-৪ মাইজউদ্দীন মিয়াজি; যশাের-৫ জনাব মােহাম্মদ তবিবুর রহমান সরদার; যশাের-৬ জনাব মােহাম্মদ আবুল ইসলাম; যশাের-৭ পিজুস কান্তি ভট্টাচার্য; যশাের-৮ জনাব শাহ হাদিউজ্জামান; যশাের-৯ জনাব মাে. রওশন আলী; যশাের-১০ জনাব আব্দুর রশিদ বিশ্বাস; যশাের-১১ জানাব সােহরাব হােসেন আহমেদ; যশাের-১২ এখলাম উদ্দিন আহমেদ; যশাের ১৩ খন্দকার এ হাফিজ।
খুলনা : খুলনা-১ জনাব এম, এ, খায়ের; খুলনা-২ জনাব শেখ আব্দুর রহমান; খুলনা-৩ অধ্যাপক মীর সাখাওয়াৎ আলী (দারু); খুলনা-৪ শেখ আব্দুল আজিজ; খুলনা-৫ শ্ৰী কুরের চন্দ্র বিশ্বাস; খুলনা-৬ এম, এ, বারী; খুলনা-৭ জনাব মমিন উদ্দিন আহমেদ; খুলনা-৮ জনাব মাে. এনায়েত আলী; খুলনা-৯ জনাব এস, এম, বাবর আলী; খুলনা-১০ জনাব এস, এম, নওয়াব আলী; খুলনা-১১ জনাব মাে. মহসীন, খুলনা-১২ জনাব এ, এফ, এম এন্তাজ আলী; খুলনা-১৩ সৈয়দ কামাল বখত; খুলনা-১৪ সালাউদ্দিন ইউসুফ।৩

রেফারেন্স: ১ ফেব্রুয়ারি ১৯৭৩, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!